Student Death

সপ্তম শ্রেণির পড়ুয়ার রহস্য মৃত্যু, চাঞ্চল্য ইসলামপুরে

জেলা

একটি বেসরকারি আবাসিক স্কুলের ভর্তি করার প্রায় এক মাসের মধ্যে এক সপ্তম শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল ইসলাপুর এলাকায়। মৃত পড়ুয়ার নাম মহম্মদ আসরাফ(১২)। ইসলামপুরের ছৌসিয়ার বাসিন্দা। দোমনার কাছে পালসা গ্রামের একটি বেসরকারি আবাসিক স্কুলে সপ্তম শ্রেণির পড়ুয়া। তাকে এবছরই ওই আবাসিক বিদ্যালয়ে ভর্তি করে তার পরিবার। জানা গেছে, শনিবার বিকেলে ছাত্রাবাসের চৌকির কোনা থেকে পায়ে চোট পায় সে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় বলে জানান তার মামা জাকির হুসেন। তিনি বলেন, ‘‘রাতের দিকে তার ভাগ্নের পা ও হাতে প্রচন্ড টান ধরে। বিষয়টি স্কুল কর্তৃপক্ষ তাদের জানানোর পর করণদিঘিতে চিকিৎসার জন্য পাঠায়। রোগীর অবস্থার অবনতি হতে থাকলে তাকে কিশনগঞ্জ মাতা গুজরিলাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করে। সেখান থেকে শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে অবস্থার আরও অবনতি হলে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকেরা মৃত্যু বলে ঘোষণা করেন।’’ ওই ছাত্রের বাবা মোহাম্মদ নঈম বিদ্যালয়কে কাঠগড়ায় তুলে পূর্ণাঙ্গ তদন্ত দাবি তুলেছেন। তিনি বলেন, ‘‘শবে বরাতের পরের দিন ছেলেকে ওই হস্টেলে ছেড়ে আসি। চৌকির গুতো লেগে কেউ মারা যায়-তা বিশ্বাস করা যায়। এর পিছনে কোন রহস্য থাকতে পারে বলে আমাদের মনে হয়।’’ তবে এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment