শীতের রাতে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে শুয়ে পড়েছিলেন যাত্রীরা। অনেকেই পরিযায়ী শ্রমিক। অনেক পরিবারের সঙ্গে ছিল শিশুরাও। প্ল্যাটফর্ম সাফাইয়ের যুক্তিতে তাদের ওপর জল ছিটিয়ে দিল রেল।
তীব্র ঠাণ্ডায় রেলের এই আচরণ ঘিরে প্রতিবাদের ঝড় বইছে। সোশাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বেরিয়ে পড়েছে বেশ কিছু ভিডিও।
লক্ষ্ণৌয়ের বিখ্যাত চারবাগ স্টেশনের এই কাণ্ডে কোনও ব্যাখ্যা দেয়নি রেল। অভিযোগ, ২৫ ডিসেম্বর রাত আটটা থেকে নটার মধ্যে সাফাইকর্মীদের দিয়ে এই কাণ্ড করেছে রেল কর্তৃপক্ষ।
ইনোভেশন ফর চেঞ্জ নামে একটি এনজিও ভিডিও ছড়িয়েছে সোশাল মিডিয়ায়। বিভিন্ন অংশই সরবে বলেছে, শীতের রাতে রেল স্টেশনের এই ঘটনা মানবিকতা, সভ্যতার মাপকাঠি ভেঙে দিয়েছে।
ভিডিও-তে দেখা গিয়েছে সাফাইকর্মীরা মগে করে জল তুলে প্ল্যাটফর্মে ছিটিয়ে দিচ্ছেন। রাতে ট্রেনের অপেক্ষায় শিশু-মহিলাদের নিয়ে ক্লান্ত বহু পরিবার তখন ঘুমাচ্ছে। অত রাতে স্টেশন পরিষ্কারের চোট কিসের, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বহু যাত্রী। কেননা দূরপাল্লার বহু ট্রেনে সাফাইয়ের পরিস্থিতি শোচনীয়। সোশাল মিডিয়াতেই চূড়ান্ত অপরিচ্ছন্ন শৌচাগার বা কামরার ছবি ছড়িয়েছে বহুবার।
চারবাগ স্টেশনে পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীকে জিজ্ঞাসা করেন যাত্রীদের অনেকে। তিনি যুক্তি দিয়েছেন পরিষ্কারের কাজ হয়ে গেলেই শুয়ে পড়তে পারবেন ফের।
যাত্রীরা প্রশ্ন তুলেছেন, ভেজা প্ল্যাটফর্মে কারও পক্ষে শোওয়া সম্ভব!
Lucknow Water Sleeping Passengers
লক্ষ্ণৌয়ের স্টেশনে ঘুমন্ত যাত্রীদের তুলতে জল ছিটিয়ে দিল রেল, তুমুল ক্ষোভ
×
Comments :0