বুধবার ঝড়বৃষ্টি হতে চলেছে রাজ্যে। তবে তা সীমিত থাকবে দার্জিলিং এবং কালিম্পং-এ। তবে বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গকে অপেক্ষা করে থাকতে হবে অন্তত শনিবার অবধি। মঙ্গলবার এমনটাই জানাল আলিপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর।
আলিপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার ঝড় বৃষ্টি হতে পারে কালিম্পং এবং দার্জিলিং এ। কিন্তু মালদা, দুই দিনাজপুরের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহ থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু জায়গায়।
২০ তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও। ২১ তারিখেও উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কিছু জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে।
আলিপুর জানাচ্ছে, ২২ তারিখ, অর্থাৎ শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায়।
Comments :0