Joint Platform of Doctors

সুবিচারের দাবিতে এনআরএস থেকে ধর্মতলা মহা মিছিলের ডাক

রাজ্য কলকাতা

শ্যামবাজার মেট্রোর এক নম্বর গেটের সামনে ধর্না মঞ্চে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন সনাতন ডিন্ডা সহ অন্যান্য শিল্পীরা।

জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসদের ডাকে আবার রাস্তায় নামতে চলছে সিনিয়ার চিকিৎসকরা। আগামী ৯ সেপ্টেম্বর আরজি করের ঘটনার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। তার ঠিক আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর এনআরএস মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দিয়েছে তাঁরা। 
আরজি করের চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার এক মাস পূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই কোর্টের পর্যবেক্ষণে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে কোনও রকম দিশা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল কিন্তু মাননীয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অসুস্থতার জন্য শুনানির দিন পিছিয়ে যায়। পরবর্তী শুনানি হবে ৯ সেপ্টেম্বর। জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, সুবিচারের দাবিতে আওয়াজ আরো জোরদার করতে ৮ সেপ্টেম্বর বেলা তিনটে নাগাদ এনআরএসের সামনে থেকে মিছিল শুরু করবেন তাঁরা। সিনিয়ার চিকিৎসকরা রাজ্যের সমস্ত স্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনসাধারণ, মেডিকেল ছাত্র ও তাঁদের অভিভাবকদের এই মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, ক্লাব, সংগঠন যাঁরা অভয়ার বিচারের দাবিতে শেষ এক মাস রাস্তায় নেমেছেন তাঁদেরকেও এই কর্মসূচিতে যোগদান করার কথা জানিয়েছে। 
সম্প্রতি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের তরফে ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের করা হয়। সেই মিছিলকে বি বি গাঙ্গুলি স্ট্রীটের কাছে ব্যারিকেড করে রুখে দেয় পুলিশ। জুনিয়ার চিকিৎসকরা সেখানেই রাতভর অবস্থান করে। পরের দিন কলকাতা পুলিশ তাঁদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। লোহার গার্ডরেল সরিয়ে তাঁদের লালবাজারের অভিমুখে যেতে দেন। জুনিয়ার চিকিৎসকদের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন এবং তাঁর হাতেই তাঁরই পদত্যাগের আর্জিপত্র তুলে দেন।
প্রসঙ্গত, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানে যেতে চলছে সিপিআইএম। আগামী ৯ সেপ্টেম্বর বেলা তিনটে সময় ধর্মতলার লেনিন মূর্তি থেকে মিছিল শুরু করবে তাঁরা। আরজি করের ঘটনার এক মাসের মাথায় তাঁরা লালবাজার অভিযানের পথে নামছেন।

Comments :0

Login to leave a comment