বুধবার আপের পক্ষ থেকে জানানো হয়েছে লুধিয়ানা পশ্চিম কেন্দ্র থেকে বিধানসভা উপ-নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন সঞ্জীব। ২০২২ সালে তিনি পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী একজন নির্বাচিত জনপ্রতিনিধি একসাথে বিধানসভা এবং সংসদের দুটি আসন ধরে রাখতে পারেন না। সেই ক্ষেত্রে উপ-নির্বাচনে সঞ্জীব যদি জয়ী হন এবং রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন তাহলে কেজরিওয়ালকে রাজ্যসভার সাংসদ করতে পারে আপ।
এদিন আপ নেত্রী প্রিয়াঙ্কা কাক্কর দাবি করেছেন এই জল্পনা মিথ্যা। তিনি বলেন, ‘‘অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভার সাংসদ হচ্ছেন না। আগে প্রচার করা হয়েছিল যে তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হবেন। এখন বলা হচ্ছে যে তিনি রাজ্যসভার সাংসদ হবেন। এই সব ভুল কথা।’’
তবে উপ-নির্বাচনে দল তাকে প্রার্থী করায় দলের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন সঞ্জীব।
Comments :0