কুমারটুলি ঘাটে সুটকেসে করে মৃতদেহ ফেলতে এসে পুলিশের হাতে ধরা পড়েছে দুজন মহিলা। সুটকেসে তিন টুকরো দেহ পাওয়া গেছে। স্থানীয়রা ভারী স্যুটকেস দেখে খবর দেন পুলিশে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের নাম আরতি ঘোষ এবং ফাল্গুনী ঘোষ। পিসি শাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। দুজনের কাছে পাওয়া গেছে কাজিপাড়া থেকে পার্ সার্কাস স্টেশনের ট্রেনের টিকিট। এদিন সকালে ট্রলিব্যাগ উদ্ধার হওয়ার পর দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় মধ্যমগ্রামে একটি ভাড়া বাড়িতে থাকতেন ফাল্গুনী এবং আরতী ঘোষ। সেখানেই এই ঘটনাটি ঘটে। কী কারণে খুন করা হল সুমিতা ঘোষকে, তা তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের দাবি গতকাল রাতে দুজনের আচরন তাদের সন্দেহজনক লাগে। তাদের কাছে যখন জানতে চাওয়া হয় যে সুটকেসে কি আছে তার উত্তরে তারা জানান যে পশ্যের দেহ। তারপর দেখা যায় পাশের একটি ভ্যাটে সুটকেসটা তারা ফেলে দেয়। সেই সময় এলাকার মহিলা অভিযুক্ত দুজনকে ঘিরে ধরে দেখতে পায় যে ভিতরে একজন মহিলার রক্তাক্ত দেহ। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ নিয়ে যায় সুটকেস সমেত।
Comments :0