Death from Lightning

বজ্রপাতে ইঁটভাটা মহিলা শ্রমিকের মৃত্যু পুরুলিয়ায়

জেলা

ইঁটভাটায় কাজ করার সময় আচমকা বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। আহত হল আরো ৬ জন। মৃতার নাম জবা মুদি(৩০)। তাঁর বাড়ি বোরো থানার মুদিডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বোরো থানার আঁকরো গ্রামের ফুটবল মাঠের কাছে একটি ইঁটের ভাটায় কাজ করছিলেন পুরুষ মহিলা মিলে মোট সাতজন। আকাশে সেই সময় যথেষ্ট মেঘ করেছিল। ইঁট যাতে বৃষ্টিতে ভিজে না যায় সেই জন্য ওই শ্রমিকরা প্লাস্টিক ঢাকা দিচ্ছিলেন। আচমকাই বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে লুটিয়ে পড়েন শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোরো থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জবা মুদিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের সেখানেই চিকিৎসা করা হয়।


 

Comments :0

Login to leave a comment