সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাওয়া জীতেন্দ্রর মৃত্যু হলো হাসপাতালে। গত বুধবার অর্থাৎ ২৫ ডিসেম্বর দিল্লির নতুন সংসদ ভবনে রাস্তার সামনে গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ২৬ বছর বয়সী ওই যুবক। সংসদের নিরাপত্তা রক্ষীরা দ্রুত আগুন নিভিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয়েছে তার। সূত্রের খবর দেহের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছে তার।
কি কারণে হঠাৎ করে এই ঘটনা ঘটাতে গেলো এই যুবক? পুলিশের দাবি উত্তরপ্রদেশের বাসিন্দা এই যুবক পারিবারিক অশান্তি নিয়ে বেশ কয়েকদিন অবসাদে ভুগ ছিলেন। যার জেরে এই ঘটনা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়না তদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।
Comments :0