জানা অজানা
ছোটদের মনোজ মিত্র
তপন কুমার বৈরাগ্য
নতুনপাতা
মনোজ মিত্র শুধু বড়োদের মন জয় করে যান নি।ছোটদের
হৃদয়ও তিনি অনায়াসে জয় করে গেছেন। তিনি সারাজীবন
ধরে প্রায় একশোটার মতন নাটক লিখে গেছেন। তাদের
মধ্যে শিশুদের জন্য লিখে গেছেন দশটা নাটক। এই নাটকগুলো
'রাজা গজা দশ মজা' গ্রন্থে সংকলিত আছে। প্রতিটা নাটক
সরস এবং মজার।এই নাটকগুলোর মধ্যে বেশ কিছু নাটক
ভারতীয় এবং বিদেশী ভাষায় অনুদৃত হয়েছে। শিশুদের উপযোগী
নাটক লেখা খুবই কঠিন।মনোজ মিত্র ছোটদের অন্তরে সহজেই
প্রবেশ করতে পেরেছিলেন বলে; ছোটদের জন্য এমন সুন্দর
সুন্দর নাটক রচনা করতে পেরেছিলেন।তাঁর লেখা শিশুদের
উপযোগি দশটা নাটক হচ্ছে 'রাজার পেটে প্রজার পিঠে'
'চমচমকুমার','জয় বাবা হনুনাথ ,'ওড় পাখি ওড়না','ন্যানসি
ফ্যানসি','ব্যাঙ্গমা যায় বাণিজ্যে','অপারেশন ভোমরাগড়',
'বেকার বিদ্যালংকার','সত্যি ভূতের গল্প',নিউ রয়্যাল কিসসা।
'রাজার পেটে প্রজার পিঠে' শিশু নাটকে কেশরী,জম্বুক,রাসভ
এই বনের পশুগুলো শিশুদের কাছে বড় আপনার হয়ে উঠেছে।
'জয় বাবা হনুনাথে' ময়নামতী,হোঁদল শিশুদের মনে রূপকথার
ছোঁয়া দিয়ে যায়। 'ব্যাঙ্গমা যায় বাণিজ্যে' নাটকে শিশুমনকে
দারুণভাবে দোলা দিয়ে যায়।'অপারেশন ভোমরাগড়ে গুরুজি,
ভ্রমর চরিত্রগুলো শিশুমনে রহস্যের স্বাদ এনে দেয়।
সত্যি ভূতের গপ্পে ভূতের সাথে শিশুরা যেন একাত্ম হয়ে
ওঠে। শিশুরা দিনের পর দিন যেন যান্ত্রিক হয়ে যাচ্ছে।
তাঁরা যেন তাঁদের শিশুমনকে হারিয়ে ফেলছে। শিশুদের
নিয়ে লেখার আজ বড়ই অভাব। শিশুরা হাসতে ভুলে যাচ্ছে।
শিশুমনকে হাসি,আনন্দ ও নবপ্রাণে ভরিয়ে দিতে পারে
মনোজ মিত্রের এই ছোটদের নাটকগুলো। এই নাটকগুলো
বিদ্যালয়ে শিশুদের নিয়ে যদি মঞ্চস্থ করা যায় তবে শিশুরা
তাঁদের উদ্ভাবনী শক্তিকে অনেক বেশি কাজে লাগাতে পারবে।
সেখানেই মনোজ মিত্রের সার্থকতা।তখন তিনিও শিশুমনে স্মরণীয়
এবং বরণীয় হয়ে থাকবেন।
Comments :0