পহেলগামে সন্ত্রাসবাদী হামলার বিষয়েই সর্বদলীয় বৈঠক চলছে দিল্লিতে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের নেতা রাহুল গান্ধীও।
বৃহস্পতিবার উচ্চপর্যায়ের এই বৈঠকে পহেলগামে সন্ত্রাসের ঘটনায় গৃহীত ব্যবস্থা ব্যাখ্যা করার কথা কেন্দ্রের। বৈঠকের পর লোকসভার দলনেতা রাহুল গান্ধী বলেছেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হয়েছে।
বুধবারই কেন্দ্রীয় মন্ত্রীসভার সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে ঠিক হয়েছিল সিন্ধু জলচুক্তি স্থগিত রেখে পাকিস্তানে জলের প্রবাহ বন্ধ করা হবে।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘোষণা করেছেন যে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হলে ভারতের এই পদক্ষেপকে ‘যুদ্ধ’ বলে বিবেচনা করা হবে।
শুক্রবার জম্মু ও কাশ্মীরে যাবেন ভারতের সেনাপ্রধান। এর মধ্যে জানা গিয়েছে যে বৃহস্পতিবার বিএসএফ’র এক জওয়ানকে আটক করেছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ জানিয়েছে যে ওই জওয়ান ভুল করে নিয়ন্ত্রণরেখা পার করে ফেলেছিলেন।
সংবাদসংস্থা জানাচ্ছে যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইশাক দার ভারতের পদক্ষেপকে ‘অপরিণত’ এবং ‘অনাবশ্যক তাড়াহুড়ো’ আখ্যা দিয়েছেন। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্যা ডন’-কে তিনি বলেছেন, ‘‘পহেলগামের সন্ত্রাসবাদী কার্যকলাপে রাষ্ট্র হিসেবে পাকিস্তানের যোগাযোগের কোনও প্রমাণ দাখিল করেনি ভারত।’’ তিনি বলেছেন, ‘‘সরকারিভাবে পহেলগাম হত্যাকাণ্ডের নিন্দাও করছে পাকিস্তান।’’
এদিকে ভারতীয় সেনা এদিন পহেলগাম সন্ত্রাসে জড়িত তিনজনের নাম প্রকাশ করে জানিয়েছে এদের দু’জন পাকিস্তানের নাগরিক।
বুধবার সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার পাশাপাশি ভিসা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় দিল্লিতে অনুষ্ঠিত সুরক্ষা বিষয়ক কমিটির বৈঠকে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মীর সংখ্যা ব্যাপক মাত্রায় কমাচ্ছে ভারত। দিল্লিতে পাক দূতাবাসের একাধিক কর্মীকে ফিরিয়ে নেওয়ার নির্দেশও দিয়েছে।
এদিন পাকিস্তান জানিয়েছে যে সিমলা চুক্তি অনুযায়ী দ্বিপাক্ষিক সংযোগের ক্ষেত্রগুলিকে স্থগিত রাখা হবে।
ভারত বুধবারই জানিয়েছিল যে আটারির চেকপোস্ট বন্ধ করা হবে। পাকিস্তানের নাগরিকদের ভারতে আসার অনুমতি বাতিল করা হবে।
ভারতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পদক্ষেপ ঠিক করতে মন্ত্রীসভার সদস্য এবং তিন সেনার প্রধানদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
India Pakistan Pahelgam
দিল্লিতে সর্বদলীয় বৈঠক, সিন্ধুর জল বন্ধকে ‘যুদ্ধের শামিল’ বলছে ইসলামাবাদ

×
Comments :0