River Erosion

ফের নদী ভাঙন সামসেরগঞ্জে, নদী গর্ভে ২০টি বাড়ি

রাজ্য

অনির্বাণ দে- সামসেরগঞ্জ


বুধবার গভীর রাত থেকে ফের শুরু হয়েছে নদী ভাঙন। এর আগে সামসেরগঞ্জের শিবপুর, কামালপুর, ধানঘড়ায় ভাঙনের সর্বনাশ দেখা গিয়েছে। এবার ভাঙনের কবলে সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রাম।
বৃহস্পতিবার রাত প্রায় তিনটে থেকেই নদীর গর্ভে তলিয়ে যেতে থাকে একের পর এক বাড়ি। বেলা অবধি প্রায় থেকে গঙ্গা ভাঙ্গনের গর্ভে তলিয়ে গেলো ২০ টি বাড়ি নদীর গর্ভে তলিয়ে গিয়েছে। গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে দীর্ঘদিনের মাটির বাঁধও। ভাঙ্গনের আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাচ্ছেন স্থানীয় নদী পাড়ের মানুষ।
চোখের জল ফেলতে ফেলতেই এদিন নিজের হাতে বাঁশ, টালি সরালেন বছর ষাটের নাজিরা বেওয়া। নাজিরা বেওয়ার তিন ছেলেই উড়িশায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। রাতে মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন তিনি। ভাঙনের ভয়াল গ্রাস।
উত্তরচাচন্ডের বাসিন্দা আব্দুল করিম জানান, গভীর রাতে ভোরে ভাঙনের বিকট শব্দে ঘুম ভাঙ্গে। ভয়ে সবাই বাড়ির বাইরে বেড়িয়ে আসেন। তারপরেই জলের গর্ভে তলিয়ে যায় বাড়ি।


নদীর ধারে কান্নায় ভেঙে পড়ে প্রবীণ কাসিম মোমিন জানান, চোখের সামনে বাড়ির মাঝে ফাটল দেখা গেল। বাড়ি থেকে কিছু বের করে নিয়ে আসা যায় নি। দিন মজুরের কাজ করে খেটে আনা টাকা ছিল বাড়িতে। সেসবও গেল নদীর জলে। এদিন স্থানীয় আম বাগানে আশ্রয় নিয়েছে বহু পরিবার। ভাঙন রোধে অবহেলা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন স্থানীয়রা। বেশ কয়েকবছর ধরে সামসেরগঞ্জে নদী ভাঙন চললেও ভাঙন রোধে স্থায়ী সমাধানের পথে হাঁটতে রাজি নয় রাজ্য সরকার। নদীর গর্ভে বালির বস্তা ফেলে ভাঙন মোকাবিলার কাজ হচ্ছে। স্থানীয়রা জানান, বালির বস্তায় লাভ শুধু হচ্ছে ঠিকাদার আর তৃণমূল নেতাদেরই। ভাঙন রোধে স্থায়ী সমাধান, কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে সিপিআই(এম)।
 

Comments :0

Login to leave a comment