Dhupguri

ধূপগুড়িতে দুর্ঘটনায় মৃত ১, জখম ৩

জেলা

জলপাইগুড়ি শহর থেকে ৪০ কিলোমিটার পথ পেরিয়ে বাড়ির কাছে এসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু যুবকের। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে ফালাকাটা গামী জাতীয় সড়কে ধূপগুড়ি সিনেমাহল পাড়া এলাকায়। ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। পুলিশ জানিয়েছে মৃতের নাম হৃদয় সূত্রধর(২৫)। হাসপাতাল পাড়ার বাসিন্দা। আহতরা হলেন কানাই রায় শালবাড়ীর বাসিন্দা সৌগত রায় মরঙ্গা চৌপথী এলাকার বাসিন্দা ও সাগর রায় ধূপগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরবেলা জলপাইগুড়ি শহরের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ক্যটারার সংস্থার কর্মীদের নিয়ে একটি বোলেরো গাড়িতে করে ফিরছিলেন সংস্থার কর্ণধার সুব্রত নন্দী। জলপাইগুড়ি শহর থেকে ৪০ কিলোমিটার পথ পেরিয়ে ধূপগুড়ি সিনেমাহল পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এতটাই ভয়ংকর দুর্ঘটনা ছিল যে গাড়ির অভিমুখ ফালাকাটা থেকে ধূপগুড়ির বাজারের দিকে ঘুরে যায়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে ছুটে আসেন আশেপাশের প্রতিবেশীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। পথে মৃত্যু হয় হৃদয় সূত্রধর নাম এক যুবকের। বাকিদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের জলপাইগুড়ি জেলা হাসপাতাল রেফার করা হয়। দুমড় মুচড়ে যাওয়া গাড়িটি নিয়ে যাওয়া হয় থানায়। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দুর্ঘটনার কারণ জানতে। 
 

Comments :0

Login to leave a comment