Indian Journalist Killed

নিউইয়র্কে অগ্নীকান্ডে প্রাণ হারালেন ভারতীয় সাংবাদিক

আন্তর্জাতিক

নিউইয়র্কের হার্লেনে একটি ১৯ তলা আবাসনের ৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক ভারতীয় যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম ফাজিল খান(২৭)। তিনি নিউইয়র্কে সাংবাদিক হিসাবে কাজ করেছিলেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে ম্যানহাটনের একটি আবাসনে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা আবাসনে। সেই আগুনেই মৃত্যু হয় ভারতীয় ফাজিল খানের। ফজিল খানের পরিবারকে সবরকমের সাহায্য করা হচ্ছে বলে নিউ ইয়র্কের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়েছে যে ভারতে তাঁর পরিবারের কাছে তার মৃতদেহ ফিরিয়ে দেওয়ার জন্য সব ধরনের সহায়তা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পঞ্চম তলায় লোকজনকে জানালা দিয়ে ঝুলতে দেখা গেছে। আগুনের হাত থেকে বাঁচতে অনেকেই বিল্ডিংয়ের জানলা দিয়ে লাফ দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন কমবেশি জখম হয়েছেন। ১২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।  নিহত সাংবাদিক কলম্বিয়া জার্নালিজম স্কুলের একজন প্রাক্তন ছাত্র ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহ কর্মীরা। 
 

Comments :0

Login to leave a comment