অতি দক্ষিণপন্থীরা হিংসা ছড়াচ্ছে লন্ডনে। ব্রিটেনের সাউথপোর্টে তিন শিশুর হত্যার ঘটনাকে সামনে রেখে ভাঙচুর চলছে বলে জানিয়েছে প্রশাসন। লন্ডনেই অন্তত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত তিন শিশুর বয়স ছয় থেকে নয়। ঘটনায় ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। হিংসা ছড়ানোয় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কের স্টার্মার বলেছেন, আইনের শাসন ফিরিয়ে আনতে দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিটেনের সংবাদমাধ্যম জানাচ্ছে যে প্রশাসন গুজব ঠেকাতে জোর দিচ্ছে। একাধিক জায়গায় পুলিশের ওপর হামলা হয়েছে। একটি মসজিদে আক্রমণ চালানোর চেষ্টা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ নাগরিকদের সম্পত্তিও।
গায়িকা টেলর সুইফটের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিল তিন শিশু। নাচের ক্লাসে চলছিল প্রস্তুতি। ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে তিন শিশুকে। চলতি সপ্তাহের গোড়ায় এমন নৃশংস হত্যাকাণ্ড হয়। আহত হয় আরও ৮ শিশু। ২ প্রাপ্তবয়স্কও আহত হয়েছেন।
অভিযুক্ত প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।
হিংসার জন্য গুজবকে দায়ী করেছে পুলিশ। ডেপুটি চিফ ক্রাউন প্রসিকিউটর বলেছেন, অপরাধী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার বিচার হচ্ছে। বিচার চলতে দিতে হবে।
এর মধ্যেই হামলা হয়েছে পুলিশের গাড়িতে। ছোঁড়া হয়েছে কাঁচের বোতল। ম্যাঞ্চেস্টারেও পুলিশের ওপর হামলা হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ভিড়ের মুখে এমন স্লোগান শোনা গিয়েছে যা সাধারণ ভাবে উগ্র দক্ষিণপন্থীরা দেয়। অভিবাসী হটানোর উস্কানিও শোনা যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনের সংবাদমাধ্যম। বেশ কিছু জায়গায় দোকানে লুটপাট চালানো হয়েছে।
পুলিশ জানিয়েছে তিন শিশুকে হত্যা এবং অন্য কয়েকজনকে হত্যার চেষ্টার অভিযোগে যে কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে তার জন্ম কার্ডিফের ওয়েলশ সিটিতে। বেশ কিছুদিন ধরে এই কিশোর ছিল সাউথপোর্টের কাছে একটি গ্রামে।
LONDON VIOLENCE
হিংসা ছড়াচ্ছে লন্ডনে, গ্রেপ্তার ১০০’র বেশি
×
Comments :0