Rajbhawan abhijan

রাজভবনে ১১ জনের প্রতিনিধি দল (দেখুন ভিডিও)

রাজ্য

১১ জনের প্রতিনিধি দল গেলো রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করার জন্য। প্রতিনিধি দলে আছেন দেবাশিষ হালদার, কিঞ্জল নন্দ সহ আরও কয়েকজন জুনিয়ার চিকিৎসক।

এদিন মিছিল প্রথমে গনেশ চন্দ্র অ্যাভিনিউ দিয়ে যাবে মিছিল, বেন্টিঙ্ক স্ট্রিটে আটকানো হয়। ধর্মতলা থেকে শুরু হয় লাল বাজার অভিযান। পুলিশ সেই মিছিল আটকায় বেন্টিঙ্ক স্ট্রিটে। মিছিল আটকানোর পর সেখানে থাকা পুলিশ অধিকারিকদের সাথে আলোচনার পর নতুন করে রুট ঠিক করেন আন্দোলনকারিরা।

 

আন্দোলনরত জুনিয়ার চিকিৎসক দেবাশিষ হালদার বলেন, ‘‘রাজভবন অভিযান সিবিআইয়ের ওপর অনাস্থার জন্য। চার্জশিটে একজনের নাম উল্লেখ করা হয়েছে এই চার্জশিট অত্যন্ত দুর্বল। তথ্য প্রমান লোপাটের জন্য যাদের নাম যুক্ত হওয়ার কথা তা নেই। আমাদের যেই দাবি অভয়ার ন্যায় বিচার তার জন্য এই অভিযান।’’ 

তিনি আরও জানান, আগামীকাল দ্রোহের কার্নিভালে তারা অংশ নেবেন।

Comments :0

Login to leave a comment