মঙ্গলবার দুপুরে রাজস্থানের সিকার জেলায় একটি ফ্লাইওভারের দেওয়ালে একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারলে পাঁচ জন হমিলা সহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচ জনের। রাজস্থানের সিকার জেলার লক্ষ্মণগড়ের ঘটনা। ঘটনায় আহত হয়েছেন ৩৬ জন। আহতদের উদ্ধার করে লক্ষ্মণগড় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ছয় জনের বেশি যাত্রীকে সিকারে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে পাঁচটি অ্যাম্বুলেন্স। স্থানীয় প্রশাসন সেই অ্যাম্বুলেন্সগুলিতে করে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
জেলা পুলিশ সুপার ভুবন ভূষণ যাদব সংবাদ সংস্থাকে বলেন, ‘‘সালাসার থেকে লক্ষ্মণগড়ের দিকে আসা একটি প্রাইভেট যাত্রীবাহী বাস বাঁক নেওয়ার সময় লক্ষ্মণগড়ের ফ্লাইওভারের একটি অংশে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ১২ জন মারা গেছেন এবং ৩৬ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন। তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার জন্য লক্ষ্মণগড় ও সিকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কাজে হাত লাগায়। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’’
Sikar Bus Accident
রাজস্থানে বাস দুর্ঘটনায় মৃত ১২, জখম ৩৬
×
Comments :0