Nepal

বাস দুর্ঘটনায় মৃত ১৪, আহত ১৭

আন্তর্জাতিক

নেপালে বাস দুর্ঘটনায় মৃত ১৪। শুক্রবার নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ১১০ কিলোমিটার দুরে তানাহুম জেলার মারসিয়াংদি নদীতে পড়ে যায় যাত্রী বাহী একটি বাস। স্থানীয় প্রশাস সূত্রে খবর উত্তর প্রদেশের নম্বর প্লেট লাগানো ওই বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে ১৭ জন আহত। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

সংবাদ সংস্থা এএনআইকে ওই এলাকার একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন বাসটি কাঠমান্ডু থেকে পোখহারা যাচ্ছিল। 

গত মাসে নেপালেই ভূমি ধসের ফলে একটি বাস নদীতে পড়ে যায়। ওই ঘটনায় পাঁচ জন ভারতীয়র মৃত্যু হয়। 

Comments :0

Login to leave a comment