লিবিয়ায় সিমেন্ট কারখানায় কাজ করতে গিয়ে কার্যত বন্দি দশায় দিন কাটাচ্ছেন ভারতের ১৬ শ্রমিক।
লিবিয়ার ওই সিমেন্ট কারখানার বেনগাজি প্ল্যান্টে কাজে যান তাঁরা। সংবাদমাধ্যমের প্রশ্নে বিদেশমন্ত্রক জানিয়েছে যে দূতাবাস থেকে ওই কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া তাঁরা গিয়েছিলেন লিবিয়ায়।
এই কর্মীরা বিহার এবং উত্তর প্রদেশের বিভিন্ন এলাকার। দুবাইয়ের এক দালালকে ধরে এই শ্রমিকরা উত্তর আফ্রিকায় লিবিয়ায় গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
এই শ্রমিকদের অভিযোগ, নিয়মিত বেতন না দেওয়ায় প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। সিমেন্ট কারখানার মালিকরা মোবাইল ফোন, টাকাপয়সা কেড়ে নেয়।
সিপিআই(এম) বলেছে, ‘দেশে কর্মহীনতার মাত্রা কতটা বোঝা যাচ্ছে এমন ঘটনা থেকে। ঝুঁকি নিয়ে যুবরা বাধ্য হচ্ছে কাজের খোঁজে দেশের বাইরে যেতে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সিপিআই(এম) সোশাল মিডিয়া পোস্টে বলেছে, ‘বিশ্বগুরু বলছেন নিজেকে। দেশের যুব অংশকে রক্ষা করতে ব্যর্থ তিনিই।’
Libya 16 Indian workers
লিবিয়ায় মালিকের হাতে বন্দি ভারতের ১৬ শ্রমিক, ক্ষোভ সিপিআই(এম)’র
×
Comments :0