বুধবার ভোরে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দুধের ট্যাঙ্কারের সঙ্গে একটি ডাবল ডেকার বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ইউপির উন্নাও জেলার বাঙ্গারমাউ এলাকায় খবর সংবাদ সংস্থা সূত্রে।
জানা গেছে এদিন ভোর সোয়া ৫টা নাগাদ বাসটি বিহার থেকে দিল্লির দিকে যাচ্ছিল। সেই সময় ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষ হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, উন্নাওয়ের বেহতা মুজাওয়ার থানা এলাকায় আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল বাস থেকে আহতদের নিকটস্থ সিএইচসি বাঙ্গারমৌ হাসপাতালে নিয়ে যায়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।
উন্নাও জেলার পুলিশের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উন্নাও জেলার পথ দুর্ঘটনার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।'' তাঁর কথায়
বাসটিতে বেশিরভাগ পরিযায়ী শ্রমিক ছিলেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
উত্তরপ্রদেশের পরিবহনমন্ত্রী দয়াশঙ্কর সিং দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে যাত্রীরা ছিটকে পড়েন। সেখানেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গেছে রাস্তায় দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, বাসটি দুধের ট্যাঙ্কারকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণের বাইরে গিয়ে দুধের ট্যাংকারে ধাক্কা খেয়ে উল্টে যায়। আহতদের বাঙ্গরমাউ সিএইচসিতে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের লখনউ ট্রমা সেন্টারে রেফার করেছেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Comments :0