বৃহস্পতিবার বিকেল তামিলনাড়ুর সালেমের কাছে মেটুর থার্মার পাওয়ার প্ল্যান্টে কয়লার বাঙ্কার ভেঙে ২জন শ্রমিকের মৃত্যু ও ৫ জন আহত হয়েছে।
বিকেল ৫:৩০ নাগাধ ৭ জন শ্রমিক এই কয়লা খনির ৩ নম্বর ইউনিটে কাজ করছিলেন তখন ওই কয়লার বাঙ্কার ভেঙে পড়ে। ওই ৭ শ্রমিক ভেঙে পড়া কয়লার বাঙ্কার আটকে পড়েন। তৎক্ষণাৎ বাকি শ্রমিকরা কারুমালাই কোডাল থানায়, দমকলে ও উদ্ধারকারী দলকে খবর দেন। দমকল বিভাগের কর্মীরা আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেছে। এবং দুই মৃত শ্রমিকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত শ্রমিকদের মেটুরের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।
power plant collapses near Salem
সালেমের কাছে পাওয়ার প্ল্যান্টে নিহত ২, আহত ৫
×
Comments :0