Brigade Engrezbazar

ইংরেজবাজারে বস্তিতে বস্তিতে প্রচার ব্রিগেডের

জেলা

ইংরেজবাজারে প্রচারে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কর্মীরা।

শ্রমিক-কৃষক-খেতমজুর-বস্তি সংগঠন সমূহের আহ্বানে আগামী ২০ এপ্রিল যে ব্রিগেড সমাবেশের অনুষ্ঠিত হবে তা সফল করতে মালদহ জেলা জুড়ে প্রচার চলছে। 
জেলার ইংরেজবাজার পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকায় পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে প্রচার পত্র বিলির সঙ্গে সঙ্গে চলছে পদযাত্রা। 
২৬ এপ্রিল সিআইটিইউ ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে এই সব এলাকার নিকাশি ব্যবস্থা ও পানীয় জল সরবরাহের মতো জনজীবনের দাবিকে সামনে রেখে প্রচার চালানো হয়। সভাও হয়। 
সভায় বস্তি উন্নয়ন সমিতির জেলা সম্পাদক সৌরভ হালদার, সিআইটিইউ নেতা অনুপম গুন, অমিত সিং, প্রদীপ সরকার প্রমুখ ভাষণ দেন। ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশের পাশাপাশি আগামী ১৭ এপ্রিল নাগরিক স্বার্থবিরোধী জঞ্জাল কর প্রত্যাহার ও উন্নত নাগরিক পরিষেবার দাবিতে পৌরসভা অভিযান সফল করার আহ্বান জানানো হয়।

Comments :0

Login to leave a comment