MUKTADHARA BAI SANDHYNE 16 JUNE

মুক্তধারা প্রবন্ধ বই সন্দ্ধানে

সাহিত্যের পাতা

MUKTADHARA BAI SANDHYNE 16 JUNE 2023

বই

ভাবনার সহজ স্বরলিপি  ও 'অনন্ত তরণী-'র ভাসান

ভবানীশংকর চক্রবর্তী

কবিমাত্রই একজন সৃজনশিল্পী ।
যে- কোনো সাধারণ মানুষের থেকে সমাজ-সংসারকে তিনি একটু অন্যভাবে দেখেন।তা নিয়ে ভাবেনও একটু অন্যরকম।তাঁর এই দর্শন ও চিন্তন তাঁকে তাঁর সৃজনে উদবুদ্ধ করে।নির্মিত হয় এক-একটি  কবিতা।এই  নির্মিত কবিতা যূথবদ্ধ  হয়ে দুই মলাটের ভিতরে আবদ্ধ হয়ে পাঠকের দরবারে এলে বোঝা যায় কবির পাঠকচিত্ত স্পর্শ করার দক্ষতা কতখানি। সেই বিচারে স্বাতী  ঘোষ-এর  'অনন্ত তরণী ' কাব্যগ্রন্থটি পাঠকমন স্পর্শ করতে পারবে বলেই মনে হয়।প্রকাশকের নিবেদন থেকে জানা যায়  এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ।
গ্ৰন্থে ষাটটি কবিতা আছে।কবিতার পথ ধরে নিঃসঙ্গ পদচারণা তাঁর অপছন্দ।সম্ভবত তাই তিনি তাঁর বইটি উৎসর্গ করেছেন ' যাঁরা কবিতার সরণিতে হাঁটেন' অর্থাৎ কবিদের উদ্দেশেই।তাঁর এই  একাত্মতার বার্তা তাঁর কবিমানসকে  স্পষ্ট করে। 'শ্বেতকরবী ' কবিতায়  সেই যূথবদ্ধতার  বার্তা -
    " জীবনের পরে জীবন 
     পরে আরও জীবন 
     সাজিয়ে রেখেছে নিটোল --
থোকায় থোকায় 
ফুটে উঠছে শ্বেতকরবী' ।
স্বাতী যে সমকালীন সমাজ সম্পর্কে ভাবেন ,সমাজের ভালোমন্দ যে তাঁকে আলোড়িত করে, গ্ৰন্থের কবিতাগুলো পড়লেই তা বোঝা যায় 
     স্বাতী  সহজ সরল শব্দবিন্যাসে কবিতার অবয়ব গড়ে তোলার চেষ্টা করেন।আবার অতিসরলতা কখনো
কখনো কবিতার নির্মাণকে দুর্বল করে ফেলে । যদিও তা নগণ্য ।স্বাতীর কবিতার কয়েকটি চরণ উদ্ধার করলে বোঝা যাবে তাঁর ভাবনা ও নির্মাণ দক্ষতা।


১। এ  মোহ আবরণ /বালির পাহাড়
পদাঘাতে এখনই চূর্ণ না -করো যদি
বিষ  মহীরূহ ডালপালায় ঢেকে দেবে
তোমার পূজার বেদি_
ভাঙো, ভেঙে দাও
কূট বল্মীক নিবাস -
          (সর্বনাশের আগে) দিগভ্রষ্ট এলোমেলো ঝড় 
তছনছ করে দেবে
জীবন অধ্যায় _
        (ভুল দৃশ্য)
এরকম আরও উদ্ধার করা যায় ।


    প্রচ্ছদ ও বাঁধাই ভালোই। অনাধুনিক বানান ব্যবহার চোখে লাগে।কবিতা ভালোবাসেন যাঁরা,  'অনন্ত তরণী ' সংগ্রহে রাখতে পারেন।

        ' অনন্ত তরণী'
           স্বাতী  ঘোষ 
প্রচ্ছদ_গৌতম নন্দী
প্রকাশক _ মিতা মিত্র
অচিন প্রকাশনী, 
মৌলানা আজাদ রোড,হৃদয়পুর,;
কলকাতা।
দাম - ১০০ টাকা


 

Comments :0

Login to leave a comment