BOOK SANDHYAN BHABANISHANKAR CHAKRABORTY

বইয়ের খোঁজে ভবানীশংকর চক্রবর্তী

সাহিত্যের পাতা

BOOK SANDHYAN BHABANISHANKAR CHAKRABORTY 26 MAY

জীবনপ্রবাহের গান


ভবানীশংকর চক্রবর্তী

জীবন যখন অনেকদূর প্রবাহিত হয়ে যায়,তখন উজানপথে সেই জীবনকে ফিরে দেখা কেবলমাত্র স্মৃতিবিলাস নয়,ভাবীকালের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ,বর্তমানকে আত্মস্থ করে ,অতীতের জীবনরসরসিকতার কবোষ্ণ উত্তাপে মনোজাড্য   
থেকেও মুক্তির আস্বাদন। কল্লোল মজুমদার-এর 'উজানি পদাবলি' কাব্যগ্রন্থটি সেই মুক্তি  আস্বাদনের মুক্ত গীতিমালা। একক, নিঃসঙ্গ যাত্রাপথের বেদগান।বইটির প্রচ্ছদ,ব্লার্ব ও মলাটবদ্ধ পৃষ্ঠাগুলি জুড়ে স্থায়ী,অন্তরা ও আভোগের যে ধ্বনি  
ও সুরমাধুর্য , তা যে-কোনো কবিতারসিক, স্থিতধী  ও মননশীল  পাঠকের হৃদয় স্পর্শ করবেই। আর সেই স্পর্শসুখ লেগে থাকবে বুকের গভীরে। জীবননদীর ঘাটে ঘাটে নৌকো ভিড়িয়েছেন কল্লোল। দেখেছেন অনেক।শুনেছেন অনেক।ঋদ্ধ  
করেছেন নিজেকে। সেই ঋদ্ধির পথ বেয়ে বেরিয়ে আসা উনপঞ্চাশটি  কবিতার পক্ষপুটে পেয়েছে তাদের নির্ভার  ও নিরাপদ বাসভূমি।মুখবন্ধে কবির 'কৈফিয়ৎ' থেকে কবিকে অনেকটা খুঁজে পাওয়া যায় । উচ্চষ্ট কিন্তু তাঁর মনোজগতের  
হদিস পেতে তাঁর কবিতার কাছেই যেতে হবে বারবার। সেখানে কান পেতেই শুনতে হবে 'উজানি পদাবলি'র সুর।সে সুর দৈবী মহিমার ভক্তি-বিনম্র প্রকাশ নয়। বরং মানবিক যাপনের উন্মুখর  উল্লাস।কিন্তু শান্ত  ও সংহত। নির্লিপ্ত অথচ  
সম্পৃক্ত।শব্দ চয়ন ও সেই শব্দ দিয়ে তিনি যে কবিতা নির্মাণ করেন, তা শুধু সুখপাঠ্য নয়, সময় ও সমাজের কণ্ঠস্বরও ধ্বনিত হয় সেই কবিতায়। পুরাণ  , ইতিহাস এবং 
মঙ্গলকাব্যও লীন হয়ে থাকে কোনো কোনো কবিতার শরীরে। এটা  
নিছক কোনো আরোপ নয়,সমসময় ও সমাজের ক্লিন্ন  রূপটিকে পাঠকের কাছে তুলে ধরার জন্যই হয়তো তাঁর এমনতর নির্মাণশৈলী। কয়েকটি পঙক্তি উদ্ধার করে  কল্লোল-এর কবিমানসের একটা আভাস পাবার চেষ্টা করা যেতে পারে  
-

১। মহেঞ্জোদারো,আমি কি তোমার চেয়ে 
বদলেছি খুব ,শরীরে লেগেছে কুঞ্চন! (তাহলে বকুল ঝরে যাও)

২। এবার তাহলে অরণ্যের হোক  অসভ্য  রাজ---
বরং শহরে ,গ্রামে-প্রান্তরে
খেত-খামার আর পাথরে পাথরে
লেখা হয়ে থাক, সান্ধ্য আখরে।
মানুষ নামের জীবজন্তুর  না -খাওয়া ক-খানি হাড় ।
সান্ধ্য মহান শিল্পী 
বাজাবে সুরবাহার।(বাজাবে  
সুরবাহার)

৩। মানুষের সভ্যতার খোঁজে 
আমি এক নিঃসঙ্গ বিহঙ্গ
এগিয়ে যাচ্ছি মোহকালের রেখা পার  হব বলে(প্রত্নতত্ত্ব ও এক নিঃসঙ্গ চিল) 
বইটির মুদ্রণ-পারিপাট্য চমৎকার ও প্রায় নির্ভুল।মলাট-বন্ধনও বইপ্রেমী পাঠকের মন ভোলায়।স্বপন  
মজুমদার-এর দৃষ্টিনন্দন প্রচ্ছদ গ্ৰন্থটির আত্মার অবয়বকে তুলে ধরেছে যেন।সব মিলিয়ে  আলোচ্য কাব্যগ্রন্থটি 
সংগ্ৰহযোগ্য ও পাঠকপ্রীতি দাবি করে।

উজানি পদাবলি 
কল্লোল মজুমদার 
প্রকাশক -অভিজিৎ ঘোষ 
কলমচি 
২৩/৪ রাজকৃষ্ণ চ্যাটার্জি রোড,
কলকাতা ৭০০০৪২
email- kalamchi.publishers@gmail.com, 
মূল্য ১০০ টাকা।
 

Comments :0

Login to leave a comment