ইজরায়েলের হামলায় মধ্য গাজার এক শরণার্থী শিবিরে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে রয়েছে ৬ শিশু ও ৫ জন মহিলা। গাজার অসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে গাজার উত্তর প্রান্তে বেত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালে সামরিক আক্রমণ চালাচ্ছে ইজরায়েলের সেনা। পরিসংখ্যান বলছে শেষ ১৪ মাসের এই যুদ্ধে প্রায় ৪৫ হাজার মানুষের প্রাণ গেছে প্যালেস্টাইনে। ১ লক্ষ্য ৭ হাজার মানুষ সরাসরি আহত হয়েছে এই সময়কালে। এছাড়াও যুদ্ধের প্রভাব পড়েছে সামগ্রিক জনজীবনে। সাম্রাজ্যবাদী ইজরায়েল প্রতিনিয়ত হামলা চালিয়ে গেছে সাধারণ মানুষের উপর। অসামরিক ক্ষেত্র গুলিতেও চলেছে হামলা। শুধু সামরিক আক্রমন নয় চিকিৎসার সরঞ্জাম, খাদ্য, জামাকাপড় ইত্যাদিও ঢুকতে দিচ্ছে না যুদ্ধ বিধস্ত প্যালেস্টাইনে। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে হাসপাতালের অ্যাম্বুল্যান্স গুলোর উপর হামলা চালাচ্ছে ইজরায়েল। আক্রমণের পাল্টা প্রতি আক্রমণ করলে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষ ও চিকিৎসা কর্মীদের।
ইজরায়েল একই ভাবে আক্রমণ চালাচ্ছে লেবাননে। সেখানে ধ্বংসের চিত্রটা এই রকম, অন্তত ৪৫০০ মানুষ মারা গেছে এবং ১৭ হাজার মানুষ আহত হয়েছে। দুই সপ্তাহেরও কম সময় আগে লেবানন ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইজরায়েল কয়েক ডজন হামলা চালিয়েছে। হামলার ভয়াবহতা এতটাই যে মানুষ জানে না পাশের বাড়িটা বা নিজের বাড়ি থাকবে কী না। আক্রমণ হচ্ছে নির্বিচারে। ইজরায়েলের বিমান বাহিনী রকেট হামলায় ধুলোর মতো গুড়িয়ে যাচ্ছে বড় বড় অট্টালিকা। সংবাদ সংস্থার দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের আর্তনাদ। পরের দিনের ভোরের আলো দেখবে পাবে কিনা জানা নেই সেই উত্তর।
Comments :0