বন্যা বিধ্বস্ত উত্তরপ্রদেশে একই দিনে বেশ কয়েকটি জেলায় বাজ পড়ে ৩৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। প্রতাপগড় জেলায় ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতও হয়েছেন বেশ কয়েক জন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে স্থানীয় সূত্রে খবর। গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশে ভারী বৃষ্টি হচ্ছে। বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে একদিনে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সুলতানপুরে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সাতজনের মধ্যে তিনজন শিশু রয়েছে। চন্দৌলিতে ছয় জন প্রাণ হারিয়েছেন। মৈনপুরীতে পাঁচ জন এবং প্রয়াগরাজে চার জন, আউরাইয়া, দেওরিয়া, হাতরাস, বারাণসী এবং সিদ্ধার্থনগরে একজন করে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই জেলা গুললিতে অনেক মানুষ আহত হয়েছেন প্রশাসন সুত্রে জানা গেছে।
প্রতাপগড়ের বিভিন্ন এলাকায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন পূর্ব উত্তর প্রদেশের চান্দৌলিতে। তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে ওই জেলায়। প্রশাসন সুত্রে জানা গেছে নিহতদের মধ্যে বেশির ভাগ ১৩ থেকে ১৫ বছর বয়সী। চাষের জমিতে কাজ করার সময় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মাছ ধরার সময় বজ্রপাতের শিকার হয়েছেন এমন ঘটনাও রয়েছে।
বুধবার প্রবল বৃষ্টির সময় একটি গাছের নিচে আশ্রয় নেওয়া এক মহিলা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আউরাইয়ায় জেলায় ১৪ বছর বয়সী ছেলে বৃষ্টির সময় আম গাছের নিচে আশ্রয় নিয়েছিল বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বজ্রপাতের হাত থেকে রেহাই মেলেনি দেওরিয়ায় জেলার পাঁচ বছরের শিশু কন্যারও। মাঠের যাওয়ার সময় বজ্রপাতে মারা যায়। বারাণসীতে দুই ভাই বজ্রপাতে জখম হন। এক ভাই মারা যান, অন্য ভাই বর্তমানে চিকিৎসাধীন।
Lightning Strikes in UP
উত্তর প্রদেশে বাজ পড়ে একদিনে মৃত ৩৮
×
Comments :0