বৃহস্পতিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীরা গুলি চালালে মহিলা ও শিশুসহ অন্তত ৩৮ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। ‘আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর কয়েকজনকে পেশোয়ারে স্থানান্তর করা হয়েছে।
সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্য সচিব নাদিম আসলাম চৌধুরীর জানিয়েছেন,‘‘ পেশোয়ার এবং পারাচিনারের মধ্যে চলাচলকারী দুটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্য মহিলা ও শিশুও রয়েছে।’’ তিনি এই হামলাকে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করেছেন। তবে এখনও কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন ‘‘নিরীহ মানুষের ওপরে এই হামলা কাপুরুষোচিত ও অমানবিক কাজ। এ ঘটনার জন্য দায়ীদের শাস্তি পেতে হবে।’’ আহতদের চিকিৎসা ও সহায়তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানিয়েছেন, যাত্রীবাহী গাড়ি দুটির একটি যাত্রীদের নিয়ে পেশোয়ার থেকে পরাচিনারের দিকে যাচ্ছিল। অন্য গাড়িটি যাত্রীদের নিয়ে পরাচিনার থেকে পেশোয়ার যাচ্ছিল। বন্দুকবাজরা হঠাৎ গাড়িদুটি ঘিরে ফেলে গুলি চালাতে শুরু করে।
পুলিশ আধিকারিক জাভেদ উল্লাহ মেহসুদ জানিয়েছেন, ‘‘পুলিশি প্রহরায় প্রতিটি কনভয়ে ৪০টির মতো গাড়ি ছিল। হামলাকারীরা প্রায় দশ জন রাস্তার দুই পাশ থেকে নির্বিচারে গুলি চালায়। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।’’
Pakistan Gun Attack
পাকিস্তানে বন্দুক হামলায় নিহত ৩৮, জখম ২৯
×
Comments :0