জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল সেনা জওয়ানদের নিয়ে যাওয়া একটি গাড়ি৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন সেনা গুরুতর জখম হয়েছেন বলেও খবর।
মঙ্গলবার জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ১০ জন সেনা জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছ।
পুলিশ সূত্রে জানা গেছে, সেনার ১১ মাদ্রাজ লাইট ইনফ্যান্ট্রি’র গাড়িটি নীলম সদর দপ্তর থেকে বালনোই ঘোরা পোস্টের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি তার গন্তব্যের কাছাকাছি একটি গিয়ে খাদের প্রায় সাড়ে নিতশ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে ১১ নং লাইট ইনফ্যন্ট্রির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ সেনার দেহ উদ্ধার করে। আহত জওয়ানদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দুর্ঘটনায় নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন সামাজিক মাধ্যেমে একটি পোস্টে খারগে বলেছেন, ‘‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি দুর্ঘটনায় আমাদের পাঁচ সাহসী ভারতীয় সেনা মৃত্যুর ভয়ঙ্কর সংবাদে গভীরভাবে মর্মাহত। সেনাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’’ আহতদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন তিনি।
Army truck falls
কাশ্মীরে সেনার গাড়ি খাদে পড়ে পাঁচ জওয়ানের মৃত্যু
×
Comments :0