বেলা তিনটে পর্যন্ত ঝাড়খন্ডে ভোটদানের হার ৬১.৪৭ শতাংশ।
বুধবার ভোট চলছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার। চার রাজ্যের ১৫টি বিধানসভার আসনেও হচ্ছে উপনির্বাচন। উত্তর প্রদেশে ভোট বেনিয়ম নিয়ে অভিযোগ জানিয়েছেন সমাজবাদী পার্টির সভাপতি এবং বিরোধী নেতা অখিলেশ যাদব। পাঞ্জাব, কেরালা এবং উত্তরাখন্ডেও বিধানসভার বিভিন্ন আসনে চলছে ভোটগ্রহণ।
ঝাড়খণ্ডে প্রথম দফার ভোট হয়েছে ১৩ নভেম্বর। প্রথম দফায় বিধানসভার ৪৩ আসনে ভোট হয়েছে ওই দিনই। বুধবার ভোট চলছে বাকি ৩৮ আসনে।
ঝাড়খন্ডে সরকারে আসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোট সরকার। এ রাজ্যে মুসলিমদের অনুপ্রবেশকারী চিহ্নিত করে প্রচার চালিয়েছে বিজেপি। অনুপ্রবেশের উস্কানি দিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি’র জাতীয় সভাপতি অমিত শাহের ভাষণে।
মোদী নিজে ‘রোটি-বেটি-মাটি’ লুট হওয়ার ভয় দেখিয়েছেন আদিবাসীদের। আক্রমণের লক্ষ্য হয়েছে মুসলিমরা।
সিপিআই(এম) প্রতিবাদে বলেছে, আদিবাসী জমি লুট হচ্ছে কর্পোরেটের দাপটে। তাঁদের বসতি থেকে উচ্ছেদ করে কর্পোরেটকে জমি দেোয়া হচ্ছে। পরিবেশ আইন শিথিল করে সে সুখোগ করে দিচ্ছে কেন্দ্রে বিজেপি সরকার। এ রাজ্যে ৭ আসনে লড়ছে সিপিআই(এম)। বাকি আসনে সাম্প্রদায়িক বিজেপি-কে হারাতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে।
Jharkhand election
তিনটে পর্যন্ত ঝাড়খন্ডে ৬১.৪৭ শতাংশ
×
Comments :0