Britain strikes

ব্রিটেনে দশকের বৃহত্তম ধর্মঘট

আন্তর্জাতিক

Britain strikes



ব্রিটেনে ধর্মঘটে প্রভাবিত জনজীবন। বুধবার বেতন সহ বিভিন্ন দাবিতে ধর্মঘটে যোগ দেন ৫ লক্ষের বেশি মেহনতি। অর্থনৈতিক সঙ্কটে বেহাল দেশ। চড়া হারে মূল্যবৃদ্ধিতে সংসার চালাতে নাকাল হতে হচ্ছে শ্রমিক-কর্মচারীদের। প্রতিবাদে বুধবার স্কুলের শিক্ষক, অধ্যাপক, রেল ও পরিবহণ শ্রমিকরা ধর্মঘটের দাবিগুলির সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল ও জমায়েত করেন। 

ইংল্যান্ড এবং ওয়েলসে ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ)’র সদস্য শিক্ষকদের ধর্মঘটে প্রভাবিত ২৩ হাজারের বেশি স্কুলে পঠনপাঠন। ধর্মঘটে যোগ দেন আরএমটি এবং অ্যাসলিফ ইউনিয়নের রেল চালকরা। লন্ডনে কাজে উপস্থিত হননি বাস চালকরা। বেতন বৃদ্ধি ও কাজের অবস্থার উন্নতির দাবিতে অন্তত ১২৪ টি সরকারি ক্ষেত্রের লক্ষাধিক কর্মী ধর্মঘট পালন করেন।

Comments :0

Login to leave a comment