Local Trains Cancelled

ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটলেও ব্রিগেডে আসবেই জনতা: সেলিম

রাজ্য

রবিবার ব্রিগেডে ডিওয়াইএফআই’য়ের সভা। ডাক দিয়েছে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। ব্রিগেড সমাবেশের প্রচারে গত ৩ নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রা শুরু হয়। ২৯১০ কিলোমিটর পথ পরিক্রম করে ২২টি জেলা অতিক্রম করে ৫০ তম দিনে যাদবপুর ৮বি, বাস স্ট্যান্ডে শেষ হয়। ইনসাফ যাত্রা চলাকালীন বিভিন্ন পেশার, বর্ণের, ধর্মের হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন। এখনও রাজ্যের গ্রাম-গঞ্জে, হাট-বাজারে, শহর-বন্দরে, ছোট-বড় মিছিল, পদযাত্রা, পথসভা, সমাবেশ চলছে। সভাগুলি থেকে আওয়াজ উঠছে, ন্যায়ের দাবিতে ৭ জানুয়ারি ব্রিগেড চলো। ব্রিগেডের প্রচারে রাজ্যের প্রতিটি জেলায় জায়গায় জায়গায় মিছিল, পথসভা চলছে। ব্রিগেডে সমাবেশে হাজির হতে ইতিমধ্যেই রাজ্যের ভিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যুবদের ডাকা ব্রিগেডের সভা ভন্ডুল করতে একাধিক ট্রেন বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী শনিবার ও রবিবার শিয়ালদহ শাখায় এক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। ওই দিন ঘুরপথে চালানো হবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনকে। রেলের তরফে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণের কাজ চলবে নৈহাটি স্টেশনে। সেই কারণে এক গুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। ঘুরপথে চালানো হবে গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস। জোগবানি-কলকাতা এক্সপ্রেস, গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেস, জয়নগর-কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেস ট্রেনকে। 
শুক্রবার এই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘রেল পরিষেবায় ব্যাঘাত হতে পারে বলে শোনা যাচ্ছে। ট্রেন চলাচলে দেরিও করানো হতে পারে। কিন্তু জনতার জেদ, তাঁরা আসবেনই। মানুষের ঢল নামবেই ব্রিগেডে। জনতা মনে করেলে কেউ ঠেকিয়ে রাখতে পারে না।’’
শনিবার বাতিল থাকরে শিয়ালদহ রানাঘাট: আপ ৩১৬২৯, ৩১৬৩১, ০৩১৩৯; ডাউন ৩১৬৩২, ৩১৬৩৪। শিয়ালদহ শান্তিপুর: আপ ৩১৫৩৯, ৩১৫৪১; ডাউন ৩১৫৪০, ৩২৫৪২। শিয়ালদহ কৃষ্ণনগর: আপ ৩১৮৪১; ডাউন ৩১৮৪৪। শিয়ালদহ গেদে: আপ ৩১৯২৯; ডাউন ৩১৯২৮। শিয়ালদহ লালগোলা: আপ ০৩১৯১; ডাউন ০৩১৭২। কল্যাণী সীমান্ত নৈহাটি: ৩১১৯২। ০৩১৯৮ ডাউন লালগোলা শিয়ালদহ স্পেশাল শিয়ালদহ এর বদলে রানাঘাট পর্যন্ত চলবে। ৩১৩৪১ আপ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে নৈহাটি পর্যন্ত চলবে।
রবিবার বাতিল থাকরে, শিয়ালদহ রানাঘাট: আপ ৩১৬১১, ৩১৬১৫; ডাউন ৩১৬১২, ৩১৬১৪। শিয়ালদহ শান্তিপুর: আপ ৩১৫১১, ৩১৫১৩; ডাউন ৩১৫১২, ৩১৫১৪। শিয়ালদহ কৃষ্ণনগর: আপ ৩১৮১১, ৩১৮১৭; ডাউন ৩২৮১২, ৩১৮১৪। শিয়ালদহ গেদে: আপ ৩১৯১১, ৩১৯১৫; ডাউন ৩২৯১২, ৩১৯১৪।
০৩২৭১ শিয়ালদহ থেকে ৩.৪৫ এর বদলে ৫.৪৫ এ ছাড়বে এবং লালগোলা এর বদলে কৃষ্ণপুর পর্যন্ত যাবে।
৩১৫১৬ শান্তিপুর শিয়ালদহ ৫.৫২ এর বদলে ৬.০২ তে শান্তিপুর থেকে ছাড়বে। আপ ৩১১৯১ নৈহাটি কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত চলবে। ডাউন ৩১৩১২ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী থেকে ছাড়বে। আপ ৩১৩১১ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত চলবে। ডাউন ৩১৩১৪ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী থেকে ছাড়বে। আপ ৩১৩১৩ শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী পর্যন্ত চলবে। ডাউন ৩১৩১৬ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী থেকে ছাড়বে। ফের ট্রেন বাতিলে যাত্রী দুর্ভোগের আশঙ্কা। যাত্রীদের অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
 

Comments :0

Login to leave a comment