সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড-ডে মিল কর্মী ইউনিয়নের ওল্ড মালদহ ব্লক কমিটির পক্ষ থেকে শুক্রবার পুরাতন মালদহ ব্লকের বিডিও-র কাছে মিড-ডে মিল কর্মীদের ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হল। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আড়াই শতাধিক মিড-ডে মিল কর্মী এই কর্মসূচিতে যোগ দেন।
দাবি সমূহের মধ্যে রয়েছে পূজা ও ঈদের সময় বোনাস প্রদান, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন প্রদান, আইন মোতাবেক মাসিক বেতন ৭৩৫০ টাকা মজুরি প্রদান, বছরে ১০ মাসের জায়গায় ১২ মাসের বেতন প্রদান, খাদ্য তালিকায় প্রোটিন যুক্ত খাদ্য যুক্ত করতে হবে, রন্ধন কর্মীদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মীর মর্যাদা ও ১৮০ দিন মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, কর্মরত প্রতিটি জলকে কর্মী হিসাবে রেজিস্ট্রেশন প্রদান,সহ পরিচিতি পত্র, কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান এবং ৬০ বছর বয়স হলে অবসরকালীন ভাতা প্রদানের দাবি করা হয়েছে।
এদিন স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের জেলা সভাপতি অবনী মন্ডল, সিআইটিইউ নেতা পার্থ সান্যাল, জীবেশ পোদ্দার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Malda
বিডিওর কাছে ডেপুটেশন মিড ডে মিল কর্মীদের
×
Comments :0