Wrestler protest 5 the day

সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে সুরক্ষা পেল ৭ অভিযোগকারী কুস্তিগির

জাতীয় খেলা

রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ব্রিজ ভূষন শরণ সিংয়ের বিরুদ্ধে অভিযোগকারীন ৭ জন নাবালিকাকে অবশেষে নিরাপত্তা দিল দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দশের পরেই ওই ৭ কিশোরীকে নিরাপত্তা দেয় পুলিশ। ব্রিজ ভূষণের বিরুদ্ধে ২ দিন আগে দুটি এফআইআর রেজিস্ট্রার হলেও এখনও বিজেপির এই সংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।


এদিকে ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের পর তার গ্রেপ্তারি দাবি করে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনে বসেছে দেশের প্রথম সারির কুস্তিগিররা। সাক্ষী মালিক, ভিনেশ ফোগতদের আন্দোলন রবিবার ৫ দিনে পড়ল

Comments :0

Login to leave a comment