BAI SANDHYAN PRODASHKUMAR BAGCHI

মুক্তধারা বই সন্ধানে / উদারতাই ভারতীয় ধর্মকে অশেষ করেছে

সাহিত্যের পাতা

BOOK SANDHYAN PRODASHKUMAR BAGCHI 9 JUNE

 

বই

উদারতাই ভারতীয় ধর্মকে অশেষ করেছে

প্রদোষকুমার বাগচী

আমাদের দেশ ভারতবর্ষ। এখানে প্রাচীন কাল থেকে  বহু মানুষের বাস। তাদের সকলে কিছু না কিছু ধর্মাচরণ মেনে চলেন। এদেশের বিচিত্র মাটি, আকাশ, বাতাসের সঙ্গে ধর্মের নিগূঢ় সংযোগ রয়েছে। সেকারণে এদেশের মানুষের   
বিশেষ কোনও ধর্ম নেই। বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম। তাদের ধর্মাচরণেও ভিন্নতা রয়েছে। যার মধ্য দিয়ে বহু ভাবধারার প্রকাশও ঘটেছে। এই ধর্মীয় ভাবধারাই যুগে যুগে মিলে মিশে এদেশের ধর্মকে ভারতীয় ধর্মে পরিণত করেছে। সেই  
ধর্ম এতই বিচিত্র, এতই প্রাণবান, এতই প্রবাহমান ও এতই  শক্তিশালী যে তাকে নানাভাবে আঘাতে করার চেষ্ট হলেও তার ভেঙে পড়ার কোনও কারণ নেই। কিন্তু এই অটুট শক্তির কারণ কি? সেই কারণ হচ্ছে তার উদারতা।
 

ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতীয় ধর্মে উদারতা’ শীর্ষক বইতে সেই ভারতীয় ধর্মের কথা আলোচিত হয়েছে। কাকে বলা হবে ভারতীয় ধর্ম? সেই ধর্মের বৈশিষ্ট্যই বা কি? এসব প্রশ্নের জবাব রয়েছে বইটিতে। যুগে যুগে ভারতীয় ধর্ম যে   
সাধন পথে অগ্রসর হয়েছে তার গৌরবের দিক নিহীত রয়েছে মানব-মনের ধর্মচিন্তার স্বাধীনতায়। সেই স্বাধীনতার জোরেই  প্রচলিত বেদবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জৈন ও বৌদ্ধ মতের সৃষ্টি করেছে। সে কাজ কি খুব সহজ ছিল?  
একেবারেই না, বরং অনেক ক্ষয় ক্ষতির পরিবর্তে ঐ দুই মত প্রতিষ্ঠিত হয়েছিল। বুদ্ধি ও চিন্তা দিয়ে এই যুদ্ধটা সেদিন করা গিয়েছিল ভারতীয় ধর্মে সেই উদারতা ছিল বলে। এ যুদ্ধের মধ্য দিয়ে বেদপূর্ব যুগের ভারতীয় ভাবধারাও স্থান  
পেয়েছে জৈন ও বৌদ্ধ মতে। উদারতা ছিল বলেই  ভারতীয় সাধন পথে গ্রিক, শক, হুনেরা এসে মিলিত হতে পেরেছেন। অনেকে পরে এসেছে মুসলমানেরা। হিন্দুর পাশাপাশি  মুসলমান সন্তরাও এই দুটি ধর্মের যোগ স্থাপনের কাজে  
কিভাবে নেমেছিলেন দুই সাধনাকে যুক্ত ও মিলিত করার ভারতীয় পথকে প্রসারিত করে, সে কথাও আলোচিত হয়েছে বইটিতে।


বইটিতে রয়েছে ২১ টি অধ্যায়। জৈনধর্ম, সাধক ও সম্প্রদায়, দাদূ, মালিক মহম্মদ জায়সী, কবীর, শিখদের মহাগ্রন্থ, ভক্ত নারী দয়াবাঈদের উল্লেখে আলোচার বিস্তার করেছেন লেখক।  এর সাথে ভক্ত রবিদাসের বসন্তোসব, বাংলার  
প্রাণবস্তু, বাঙালির ধর্মের কথাও আলোচিত হয়েছে। বাদ যায়নি আউল বাউলদের কথাও। বাউলের পরিচয়ও তুলে ধরা হয়েছে পৃথকভাবে। এর সঙ্গে রয়েছে অস্পৃশ্যতা বিরোধী, আপাদমস্তক সাম্প্রদাবিকতা বিরোধী গুরুদেব ও মহাত্মা  
গান্ধীর প্রসঙ্গ। রবীন্দ্রনাথের ধর্মচিন্তায় মানবতাবাদী ভাবধারার কথাও বাদ যায়নি।


ভারতীয় ধর্মের আত্মা  আজ আক্রান্ত। এই প্রেক্ষাপটে ভারতীয় ধর্মকে রক্ষা করতে বৌদ্ধিক অস্ত্রেও নিজেকে সজ্জিত করার প্রয়োজন আছে। সেদিক থেকে দেখলে, এই বইটি ন্যাশনাল বুক এজেন্সি নতুন করে ছেপে একটি বড় কাজ  
করেছেন।   
ভারতীয় ধর্মে উদারতা

Comments :0

Login to leave a comment