বাংলাদেশ থেকে ৯৯৮ জন ভারতীয় পড়ুয়া নিরাপদে দেশে ফিরে এসেছেন বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। শনিবার ৭৭৮ জন পড়ুয়া দেশে ফিরেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশে পাঠরত প্রায় চার হাজার ভারতীয় পড়ুয়ার সাথে সব সময় যেগাযোগ রাখা হচ্ছে ঢাকার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।
সরকারি চাকরিতে সংরক্ষনকে কেন্দ্র করে উত্তাল বাংলাদেশ। পথে নেমেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। পুলিশ এবং বাংলাদেশ সীমান্ত বাহিনীর সাথে মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ১১৫ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে।
বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য ৩০ শতাংশ সংরক্ষন। ২০১৮ সালে শেখ হাসিনা সরকার এই সংরক্ষন বাতিল করলে হাইকোর্টে মামলা হয়। আদালতের রায়ে বাতিল হয়ে যায় সরকারের সিদ্ধান্ত। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সরকার। আগস্ট মাসে রয়েছে শুনানি। তার আগে উত্তাল হয়ে উঠেছে দেশ।
Comments :0