বাবার সামনে তুলা ধুনাই মেশিনে মাথা ঢুকে মৃত্যু হল ছেলের। তাঁরা দুজনেই পেশায় তুলো ধুনাইকারী। মৃত যুবকের নাম আজাদ আলীর(২৫)। সোমবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে জলপাড়গুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠালগুড়ী মহূয়াতোলা সংলগ্ন এলাকায়। বিহার থেকে এসে দীর্ঘদিন ধরে এই সব এলাকায় তুলো ধুনাই এর কাজ করেন তাঁরা। লেপ তোষক তৈরী করে বাড়ি বাড়ি বিক্রি করতেন। ওদলাবাড়িতে ঘর ভাড়া করে এদিক ওদিক ঘুরে কাজ করতেন তাঁরা। পয়সা জমিয়ে রবিবার একটি তুলা ধুনাই এর মেশিন কেনেন। সেই মেশিন নিয়ে সকালে যান রাজাডাঙা গ্রাম পঞ্চায়েতের মহুয়াতোলা এলাকায়। সেখানে এক বাড়িতে কাজে যান। কাজ শুরু করার কিছুক্ষন পরে মেশিনে আজাদ আলীর মাথা মেশিনে ঢূকে যায়। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাথার ঘিলু এদিক ওদিক ছিটকে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় হতভম্ব হয়ে যায় সবাই। খবর দেওয়া হয় ক্রান্তি পুলিশ আউটপোষ্টে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। চোখের সামনে ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর বাবা। স্থানীয় বাসিন্দা তবিবর জানান, "এই ঘটনায় গ্রামের সবাই শোকাহত। পুরানো লোক ছিলেন এঁরা। দীর্ঘদিন ধরে তুলো ধুনাই করে লেপ তোষক তৈরী করে বিভিন্ন জায়গায়"।
jalpaiguri death
তুলো ধুনাই মেশিনে মাথা ঢুকে মৃত্যু যুবকের
×
Comments :0