ABPTA JALPAIGURI

লাটাগুড়িতে প্রাথমিক শিক্ষক সমাবেশে শুরু জেলা সম্মেলন

জেলা

শনিবার লাটাগুড়ি বাজারে এবিপিটিএ’র ডাকে সমাবেশের একাংশ। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল, লাটাগুড়ি

লাটাগুড়িতে সমাবেশ করে শুরু হলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সম্মেলন। লাটাগুড়ি বাজারে এবিপিটিএ’র এই জনসভায় নয়া জাতীয় শিক্ষানীতি প্রত্যাহার, সরকারি শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে শিক্ষাকে বেসরকারিকরণের হাত থেকে রক্ষা করার ডাক দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্র সহ সর্বক্ষেত্রে গণতন্ত্র ফেরানোর দাবি
তুলেছেন প্রাথমিক শিক্ষকরা।
শনিবার জেলা ৩১তম সম্মেলনের এই জনসভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি বিপিন চন্দ্র রায়। শিক্ষা আন্দোলনে এবিপিটিএ’র ভূমিকা, দেশ ও রাজ্যের মানুষ মারা সরকারে সমগ্র শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের চক্রান্তের বিরুদ্ধে শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক তথা রাজ্য সহ সভাপতি  বিপ্লব ঝা, জলপাইগুড়ি শহরের বিশিষ্ট চিকিৎসক ও স্টুডেন্টস হেল্থ হোমের জলপাইগুড়ি কেন্দ্রের সম্পাদক ডাক্তার পান্থ দাসগুপ্ত। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অর্চনা বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শ্যামলী হালদারও বক্তব্য রেখেছেন।
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুব শেখর মণ্ডল, জেলা সম্পাদক বিপ্লব ঝা জানান সমগ্র জলপাইগুড়ি জেলার কর্মরত শিক্ষকদের অর্ধেকের বেশি অংশের শিক্ষক সংগঠনের সদস্য। শিক্ষায় সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে বিদ্যালয়গুলিতে ছাত্রদের ফিরিয়ে আনতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নততর করা যায় সেই লক্ষ্যে আলোচনা করা হবে জেলা সন্মেলনে। 
নেতৃবৃন্দ জানান ৩ ডিসেম্বর সকালে কমরেড রথীন নাথ কমরেড জীবেশ মজুমদার কমরেড জগদীশ রাজভর নগর (লাটাগুড়ি) কমরেড পরিমল মোদক কমরেড মালা মুন্সি মঞ্চ, তৃপ্তি ভবন লাটাগুড়িতে শুরু হবে সম্মেলনের মূল পর্বের কাজ।  
সমাবেশে চিকিৎসক ডাক্তার পান্থ দাশগুপ্ত আজকের দিনে শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সহ সমস্ত ক্ষেত্রে যেভাবে কেন্দ্রীয় সরকার হিন্দুত্ববাদী ধ্যান ধারণা প্রবেশ করাচ্ছে তাতে শঙ্কা জানান। তিনি বলেন, ভারতের বহুত্ববাদী ভাবনা আক্রান্ত হচ্ছে। যেভাবে ভারতের ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নাম বদলে ন্যাশনাল মেডিক্যাল কমিশন ভারতের লোগোতে ধন্বন্তরীর ছবি বসানো হয়েছে তা লজ্জাজনক।
স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ, বছরে শুরুতেই ছাত্রদের হাতে তাদের মাতৃভাষা অনুযায়ী বই দেওয়ার দাবিতে, শিক্ষার পরিকাঠামো উন্নয়নের দাবিতে, চা বাগান এলাকায় শিক্ষার মানোন্নয়ন, ড্রপ আউট কমানোর জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণের দাবিতে, প্রতিটি প্রান্তিক ছেলেমেয়েকে বিদ্যালয়ের আঙিনায় পৌঁছানো, অঙ্গনওয়ারি, শিশু শিক্ষা কেন্দ্র, এসএসকে এমএসকে সেন্টারগুলির উন্নয়ন, সেখানকার শিক্ষকদের নিয়মিত বেতনের দাবি উঠেছে। অবিলম্বে শিক্ষক কর্মচারীদের আইনসম্মত বকেয়া ডিএ প্রদানের দাবিতেও সরব হন বক্তারা। 

Comments :0

Login to leave a comment