মহিলাদের এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার রঙ্গিনী দাম্বুল্লা স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহিকে ৭৮ রানে পরাজিত করে সেমিফাইনালের রাস্তা কার্যত পাকা করে ফেললেন হরমনপ্রীতরা।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহির অধিনায়ক এশা ওঝা। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের ওপেনিং জুটি শেফালী ভার্মা ও স্মৃতি মান্দানা করেন যথাক্রমে ৩৭ ও ১৩ রান । অধিনায়ক হরমনপ্রীত ৪৭ বলে ৬৬ রান করেন।
কিন্তু, ভারতীর দলের ব্যাটিংয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। ২৯ বলে ৬৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেললেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। আমিরশাহীর জন্য ২০১ রানের একটি কঠিন লক্ষ্য রাখে ভারতীয় দল ।
ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানে ৭ উইকেট খুইয়ে ৭৮ রানে পরাজিত হলো সংযুক্ত আরব আমিরশাহী। রান করলেন মুলত দুই জন। অধিনায়ক এশা ওঝা করলেন ৩৬ বলে ৩৮ এবং কাবিষা এগোজাদে করলেন ৩২ বলে ৪০ রান।
এই ম্যাচ জিতে কার্যত শেষ চারে জায়গা করে নিল ভারতীয় দল। আগামী ২৩ তারিখ মঙ্গলবার নেপালের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নামবে ভারত।
ASIA CUP CRICKET
এশিয়া কাপ: রিচার ঝোড়ো ইনিংসে সেমির দরজা খুলল ভারত
×
Comments :0