ATKMB vs Odisha

মোহনবাগানের কাছে ওডিশা ম্যাচই ফাইনাল

খেলা

ATKMB vs Odisha


বৃহস্পতিবারের অনুশীলনেও এটিকে মোহনবাগানের ফুটবলারদের যথেষ্ট ফোকাসড দেখাল। শনিবার ডু অর ডাই ওডিশার বিরুদ্ধে ম্যাচে খেলতে নামছে মোহনবাগান। সেমিফাইনাল উঠতে হলে জিততেই হবে, হারলে এবারের মতো আইএসএল থেকে বিদায় নেবে সবুজ মেরুন ব্রিগেড। যেহেতু নকআউট ম্যাচ, কোনপ্রকার ভুল মানেই ফিরে আসার সুযোগ কম। বাড়তি সতর্ক জুয়ান ফেরান্ডোর দল। তবে, প্লে-অফের ম্যাচ ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এটা একটা বাড়তি সুবিধা। এবারের আইএসএলে মোহনবাগান ওডিশার বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ জিতেছিল যুবভারতীতে। ঘরের মাঠে ওডিশাকে হারিয়ে সেমিফাইনালে উঠতে মরিয়া মোহনবাগান। বিপক্ষকে সমীহ করছে মোহনবাগানের ফুটবলাররা।


ম্যাচের দু’দিন আগে বড় ম্যাচে গোল করা স্লাভকো বলছেন, ‘বড় ম্যাচের চেয়ে ওডিশা ম্যাচ গুরুত্বপূর্ণ। আমার নিজের মনে হচ্ছে ওডিশা ম্যাচ না জিতলে ডার্বি জয়ের আনন্দটা ফিকে হয়ে যাবে। ফলে এটা ফাইনাল ম্যাচ ধরেই এগোতে হবে। ওডিশা শক্তিশালী দল। ব্রাজিলের স্ট্রাইকার মৌরোসিও, স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টর রড্রিগেজ পুরো দলের আক্রমণটা তৈরি করে। পালটা আক্রমণ আসে। ফলে আমাদেরকে সতর্ক থাকতে হবে।’ বড় ম্যাচে সেভাবে নজর কাড়তে না পারলেও নিজের দিনে যে কোনও ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দেওয়ার ক্ষমতা রাখেন। অনুশীলনেও তাঁকে রুখতে হিমশিম খায় সতীর্থরা। ওডিশা ম্যাচ হুগো বুমোসের ঘাড়ে বাড়তি দায়িত্ব। এই মুহূর্তে পুরোপুরি ফিট বুমোস। তাঁর কথায়, ‘বড় ম্যাচে যে মনোভাব নিয়ে নেমেছিলাম, তাঁর চেয়েও বেশি একাগ্রতা নিয়ে নামতে হবে শনিবারের ম্যাচে। খেলাটা হাড্ডাহাড্ডি হবে। আমরা আত্মবিশ্বাসী, তবে আত্মতুষ্ট নই। ম্যাচটা টাইব্রেকারে নিয়ে যাওয়া যাবে না। প্লে অফ মানেই ফাইনাল। একটা ম্যাচেই সেমিফাইনালে ওঠার ফয়সালা। সেটা মাথায় রাখতে হবে আমাদের।’ 
 

Comments :0

Login to leave a comment