Dhankhar

ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

জাতীয়

রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়েরে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো ইন্ডিয়া। মঙ্গলবার ৫০ জনের বেশি বিরোধী সাংসদের সই করা ওই অনাস্থা প্রস্তাব রাজ্যসভার সচিবালয় জমা করা হয়েছে। ধনখড়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচোড়ন নিয়ে বার বার সরব হয়েছেন বিরোধীরা। একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ডও করেছেন তিনি অতীতে। তার ওই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। উল্লেখ্য রাজ্যসভায় ধনখড়ের অনাস্থা প্রস্তাব পাশ করানোর পাশাপাশি লোকসভাতেও তা পাশ করাতে হবে। 

বর্তমানে সংসদের দুই কক্ষে বিরোধীদের সংখ্যা কম এই অনাস্থা প্রস্তাব পাশ করানোর ক্ষেত্রে। ইন্ডিয়ার দাবি রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে তাদের এই অনাস্থা প্রস্তাব।  

Comments :0

Login to leave a comment