কলকাতার সরকারি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ২৯ জন সিভিক ভলান্টিয়ারকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কলকাতা পুলিশ। তাঁদের জায়গায় মহিলা কর্মী-সহ ২৯ জন কনস্টেবলকে নিয়োগ করা হয়েছে।
যে ২৯ জন সিভিক ভলান্টিয়ারকে আরজি করের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাঁদের আপাতত অন্য কোনও বিকল্প দায়িত্ব দেওয়া হয়নি।
২০২৪ সালের আগস্ট মাসে আরজি করের এক মহিলা জুনিয়র ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার পর থেকে এদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়। বস্তুত, চলতি মাসের গোড়ায় কলকাতার বিশেষ আদালতে পেশ করা প্রথম চার্জশিটে সিবিআই যাঁকে 'একমাত্র প্রধান অভিযুক্ত' হিসেবে চিহ্নিত করেছিল, তিনিও সিভিক ভলান্টিয়ার।
সুপ্রিম কোর্টও রাজ্যের মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্কুলগুলিতে সিভিক ভলান্টিয়ারদের সুরক্ষা সংক্রান্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে নেতিবাচক পর্যবেক্ষণ করেছে।
RG KAR MURDER
২৯ জন সিভিক পুলিশকে সরাল কলকাতা পুলিশ
×
Comments :0