জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার হলো আরো একজন। নদীয়ার চাকদা থানার আলাইপুর থেকে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল ধীরেন ঘোষ নামে বছর আটচল্লিশের এক যুবককে গ্রেপ্তার করেছে বুধবার।
ধৃত বাংলাদেশের নাগরিক বলে জানা গিয়েছে। কিন্তু বছর কুড়ি ধরে এদেশে বিভিন্ন জায়গায় ভাড়া ছিলেন। চাকদার আলাইপুরে তাঁর দিদি জামাইবাবু থাকেন। এই সূত্রেই জমাদার পাড়ায় বছর ছয় মাস ধরে ভাড়া নিয়ে ছিলেন।
পুলিশের অভিযোগ, ধৃত ধীরেন বাংলাদেশের নাগরিকদের ভারত থেকে পাসপোর্ট বানিয়ে ইউরোপে পাঠানোর বন্দোবস্ত করত।
স্থানীয়রা জানাচ্ছেন যে তাঁরা ধীরেনকে জামাকাপড়ের ব্যবসা করতে দেখেছেন। বাংলাদেশ থেকে জামা কাপড় আমদানি করে বিক্রির ব্যবসা করত বলে জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে ধৃত বেহালার বাসিন্দা মনোজ গুপ্তকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে ধীরেন ঘোষের সন্ধান পায় কলকাতা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চাকদহ থানার আলাইপুর জমাদারপাড়া এলাকা থেকে ধীরেন ঘোষ কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দারা। স্ত্রী ও এক শিশু সন্তানকে নিয়ে বছর পাঁচেক ধরে এখানে ভাড়া ছিল। জানা গিয়েছে, মাঝেমধ্যে বাংলাদেশ থেকে তাঁর শ্বশুর-শাশুড়ি এসে এখানে থাকতেন। এদেশের পাসপোর্ট নিয়েই বাংলাদেশে তাঁর যাতায়াত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে এই ধীরেন বাংলাদেশের নাগরিকদের ভারত থেকে পাসপোর্ট বানিয়ে ইউরোপে পাঠানোর বন্দোবস্ত করত।
বুধবার রাত আড়াইটে নাগাদ ধীরেন ঘোষকে গ্রেপ্তার করে কলকাতা নিয়ে যাওয়া হয়।
Fake Passport Arrest
জাল পাসপোর্ট কাণ্ডে চাকদায় ধৃত বাংলাদেশের নাগরিক
×
Comments :0