RG Kar

অবস্থান মঞ্চ থেকে উধাও নির্যাতিতার অবয়ব, অভিযোগ দায়ের

কলকাতা

আরজি কর ঘটনার প্রতিবাদে এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি শ্যামবাজারে ৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ধর্ণা অবস্থানে বসেছিল। সেই অবস্থানের শেষ দিনে প্রতিবাদের প্রতিরূপ হিসাবে নির্যাতিতা নিহত চিকিৎসকের একটি অবয়ব তৈরী করা হয়েছিল। সেটি রাখা ছিল শ্যামবাজারের অবস্থান মঞ্চের পাশেই। কিন্তু শনিবার থেকে সেই মূর্তিটি আর সেখানে দেখা যাচ্ছিলো না। ছাত্র যুব নেতৃত্ব সেখানে গিয়ে স্থানীয় ব্যাবসায়ী ও দোকানদারদের সাথে কথা বলেন তারপর শ্যামপুকুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যুব নেতৃত্বের দাবি ওই অবয়ব মূর্তিটি যে ভাবে রাখা হয়েছিল তা সহজে সরানো বা ভাঙা সম্ভব নয়। তাঁরা আরও বলেন, ‘‘সেই অবয়ব মূর্তিটিকে কোথায় সরিয়েছে? সেটি কোথায় আছে? কেন সরেছে? কি ভাবে সরেছে?। রাজ্য জুড়ে বিগত কয়েক মাস জুড়ে যে নৈরাজ্য চলছে তারই লক্ষণ এই ঘটনা। আমরা আবারও থানায় আসবো এবং রাস্তার লড়াই ও আইনের পথে ইটা কোথায় গেলো তার উত্তর চাইবো।’’
 

Comments :0

Login to leave a comment