KAMCHATKA EARTHQUAKE

ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব রাশিয়া

আন্তর্জাতিক

Russia earthquake kamchatka peninsula bengali news ছবির মতো সুন্দর কামচাটকা উপদ্বীপ

সোমবার পূর্ব রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। রিখটারস্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এদিনের কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা ইউনাইটেড জিওফিজিক্যাল সার্ভিস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় দুপুর ৩টে নাগাদ ভূমিকম্প হয়। কামচাটকা উপদ্বীপের সর্ববৃহৎ শহর পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি’র ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। মূল কম্পনের পরে আরও বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়। কিন্তু সেগুলির তীব্রতা  ৪.৬ পেরোয় নি। 

কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, ভূমিকম্পের ফলে কোনও বাড়ি ভেঙে না পড়লেও বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু জায়গায় কংক্রিটের চাঙড় খসে পড়েছে।

রাশিয়ার একদম পূর্ব প্রান্তে কামচাটকা উপদ্বীপ অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই অঞ্চল বিখ্যাত। কামচাটকায় বহু আগ্নেয়গিরি রয়েছে। ইউনেস্কো’র তরফে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’-এর স্বীকৃতিও পেয়েছে কামচাটকা। এর পাশাপাশি রাশিয়ার নৌবাহিনীর ‘প্যাসিফিক ফ্লিট’ বা প্যাসিফিক নৌবহরের সদর দপ্তরও কামচাটকায়। প্যাসিফিক বহরের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবারের কম্পনে নৌবহরের কোনও জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি। 

Comments :0

Login to leave a comment