Kolkata Book Fair Artists

বইমেলায় বসতেই দেওয়া হলো না চিত্রশিল্পীদের, চলছে প্রতিবাদ

রাজ্য কলকাতা

অরিজিৎ মণ্ডল

বইমেলা প্রাঙ্গণে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন চিত্রশিল্পী ও লিটল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। (ক্লিক করে দেখুন ভিডিও)
তাঁদের অভিযোগ, ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বঞ্চনার শিকার হতে হচ্ছে।  এবছর কলকাতা বইমেলায় তাঁদের বসার কোনও ব্যবস্থাই করা হয়নি। একাধিকবার গিল্ডের কর্তাদের সঙ্গে কথা হলেও সুরাহা হয়নি।
চিত্রশিল্পীরা জানাচ্ছেন যে গিল্ডের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছে এই বছর গিল্ডের হাতে কোনও ক্ষমতা নেই রাজ্য সরকার ও প্রশাসন পুরোটাই নিয়ন্ত্রণ করছে। 
তাঁরা বলছেন, কয়েক বছর ধরে নানা টালবাহানার পর তাঁদের বসতে দেওয়া হচ্ছিল। কিন্তু এবার  বসতেই দেওয়া হয়নি। বইমেলা শুরুর প্রথম ৪-৫ দিন অপেক্ষা করে গিল্ডের কর্তাদের সঙ্গে কথা বলা হয়। গিল্ডের কর্তারা বলেন রাজ্য সরকার অনুমতি দিলে আমাদের অসুবিধা নেই। চিত্রশিল্পীদের অভিযোগ, এরপর বলা হয় যে মেলার বাইরে বসতে। সেক্ষেত্রে পুলিশের নিরাপত্তা দেওয়া হবে।  
চিত্রশিল্পীরা বলছেন, প্রায় ৪০ বছর ধরে তাঁরা বইমেলার অংশ। তাঁরা আরও বলছেন বইমেলা নিয়ন্ত্রণ করে পাবলিশার্স এন্ড বুক সেলার্স। সহায়তা করে রাজ্য সরকার। কিন্তু এই বছর এমন কী হলো সরকার সমস্ত ক্ষমতা কেড়ে নিলো। 
চিত্র অঙ্কনের সাথে যুক্ত সকলে এই সংগঠনের সদস্য। যাঁরা ছবি আঁকেন, লাইভ পোট্রেট আঁকেন, কার্টুন চিত্র করেন, পোস্টার বিক্রি করেন, ফটো ফ্রেম বিক্রি করেন- তাঁরা সবাই। 
চিত্রশিল্পী ও লিটল ম্যাগাজিন ওয়েলফেয়ার সোসাইটির তরফে রবিবার একটি মৌন মিছিল করা হয় বইমেলা জুড়ে। তাঁদের হাতে ছিল পোস্টার। গণস্বাক্ষর অভিযান চালিয়েছেন তাঁরা। শিল্পীরা আশঙ্কা করছেন যদি তাঁরা মেলায় বসেন তা’হলে পুলিশ দিয়ে তুলে দেওয়া হবে।  

Comments :0

Login to leave a comment