Arun Chakrabarty

প্রয়াত ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী

জেলা

প্রয়াত ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা অরুণ চক্রবর্তী। 
শুক্রবার রাত একটা নাগাদ চুঁচুড়া ফার্ম সাইড রোডে তাঁর 'সোনাঝুরি' বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসক এসে জানিয়ে দেন কবির আর নেই। বয়স হয়েছিল ৮০ বছর।
কবির স্ত্রী দুই ছেলে বৌমা ও নাতিরা রয়েছেন। কবিকে শ্রদ্ধা জানাতে আসেন স্থানীয় বিধায়ক থেকে শহরের বইমেলা কমিটি ও বিশিষ্টজনরাও।
কবির বৌমা সুদেষ্ণা চক্রবর্তী জানান," শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গল মহল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। একটু ঠান্ডা লেগেছিল। ফুসফুসে সমস্যা ছিল করোনার পর থেকেই।
১৯৪৬ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতার বাগবাজারে তাঁর জন্ম। ১৯৯০ সাল থেকে চুঁচুড়ায় থাকতেন তিনি।
অরুন চক্রবর্তী শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে হিন্দুস্থান মোটরে চাকরি করতেন। তখন থেকেই লেখালেখি করতেন। অসংখ্য কবিতা রয়েছে কবি অরুন চক্রবর্তীর। তবে লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা কবিতা তাকে অন্য পরিচিতি দেয়। যা পরে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশে বিদেশে পরিচিতি পায়। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন। পাহাড় জঙ্গল আদিবাসী এলাকায় ঘুরতেন তিনি।
সান্টাক্লজের মত লাল  পোশাক আর কাঁধে ঝোলা ব্যাগ মাথায় রঙিন রুমাল বাধা ছিল অরুন চক্রবর্তীর ট্রেড মার্ক। ঝোলায় থাকত চকলেট। ছোটোদের দেখলেই চকলেট দিতেন। সবাইকে বুড়ো বলে ডাকতেন। তাঁর প্রয়ানে জেলার কবি সাহিত্যিক মহলে শোক।
কবির মরদেহ বাড়ি থেকে নিয়ে গিয়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে শায়িত থাকবে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন তাঁর গুণগ্রাহীরা। পরে শ্যাম বাবুর ঘাটে হবে শেষ কৃত্য সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Comments :0

Login to leave a comment