সিআইটিইউ অনুমোদিত সর্বভারতীয় আশা কর্মীদের ফেডারেশনের ডাকে সংসদ অভিযান করা হয়। আশা কর্মীদের স্থায়ীকরণ, মাসে নুন্যতম ২৬০০০ টাকা বেতন, সামাজিক সুরক্ষা ও পেনশনের দাবিতে দিল্লি যন্তর মন্তরে জনসভা করেন। সারা দেশের ১৩ টি রাজ্য থেকে আশা কর্মীরা এখানে এসে উপস্থিত হন। এই অভিযানের নাম দেওয়া হয় 'আশা সংগ্রাম যাত্রা'।
আশা সংগ্রাম যাত্রার উদ্বোধন করেন সিআইটিইউ সর্বভারতীয় সভাপতি কে হেমলতা। তিনি আশা কর্মীদের শুভেচ্ছা জানান তাঁদের এই লড়াইয়ের জন্য। কর্পোরেটমুখী সরকারের নীতি পরিবর্তনের জন্য জাতীয় পর্যায়ে লড়াইকে তীব্র করা এবং যৌথ সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান। সর্বভারতীয় আশা কর্মীদের ফেডারেশনের সাধারণ সম্পাদক মধুমিতা ব্যানার্জি আশা কর্মীদের দাবি সনদ পেশ করেন এবং লড়াইয়ের অর্জিত সাফল্য কথা তুলে ধরেন।
রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ও রাজ্যসভার সাংসদ ভি শিবদাসন এই সমাবেশে বক্তব্য রাখেন। তাঁরা প্রতিশ্রুতি দেন সংসদে আশা কর্মীদের দাবী তুলে ধরবেন। আশা কর্মীদের সংহতিতে বক্তব্য রাখেন সারা ভারত কিষান সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান সহ নেতৃবৃন্দ।
সমাবেশে জনগণের সমস্যা নিয়ে শ্রমিক-কৃষক যৌথ আন্দোলনকে শক্তিশালী করার এবং রাজ্যে রাজ্যে আশা কর্মীদের লড়াইকে তীব্র করার আহ্বান জানানো হয়।
Comments :0