জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরেই চলল গ্রেনেড হামলা। এই নাশকতাতেও সন্ত্রাসবাদীরা জড়িত বলে অনুমান। গ্রেনেড হামলায় জওয়ান ও পথচারী মিলিয়ে আহত অন্তত ১০। ঘটনাটি ঘটেছে শ্রীনগরের লালচক সংলগ্ন পর্যটন রিসেপশন সেন্টারের এলাকায়। শহরের প্রাণকেন্দ্রে এইরকম হামলায় আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সিআরপিএফ গাড়ি লক্ষ্য করে ওই গ্রেনেডটি ছোড়া হয়েছিল কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী ও বিক্রেতাদের আঘাত করে। কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত কর হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ ও আধাসামরিক বাহিনীর যৌথ দল আক্রমণকারীদের ধরার জন্য এলাকা ঘিরে রেখেছে।
রবিবারের বাজারের কারণে লালচক সংলগ্ন এলাকায় সাধারণত ক্রেতাদের ভিড় থাকে। লালচক বাজারে এই রকম গ্রেনেড হামলা নিয়ে চিন্তিত জম্মু-কাশ্মীর সরকার। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সমাজ মাধ্যম এক্সে লিখেছেন, "শেষ কয়েক দিন ধরে উপত্যকার অনেকগুলো হামলার ঘটনা ঘটেছে। আজকের শ্রীনগরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। সাধারণ মানুষের ওপর আক্রমণের কোনও যুক্তি থাকতে পারে না। নিরাপত্তা সঙ্গে জড়িত বাহিনীগুলি যত দ্রুত সম্ভব নাশকতার অবসান করুক। যাতে সাধারণ মানুষ ভয়হীন ভাবে জীবনযাপন করতে পারে।"
গত একমাসের মধ্যে জম্মু ও কাশ্মীরে পরপর সন্ত্রাসবাদী নাশকতা চলছে। হামলা যদিও নির্বাচনের অনেক আগে থেকেই হচ্ছে। তবে নতুন নির্বাচিত সরকার আসীন হওয়ার পর সন্ত্রাসবাদী তৎপরতা বৃদ্ধির অভিযোগ উঠেছে। এর আগে গন্ডেরবাল, শোপিয়ানেও হামলা হয়েছে।
Comments :0