বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি মঙ্গলবার। চট্টগ্রামের পুলিশের বক্তব্যের ভিত্তিতে এই তথ্য দিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম।
গত ৩০ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হয়েছিল অভিযোগ। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগ করে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়েছে।
রবিবার হাইকোর্টের রায়ে আওয়ামি লিগের সমাবেশে হামলার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের বিরোধী বিএনপি নেতাদের সাজা হয়েছিল আদালতে। এদিন হাইকোর্ট রহমান সহ একাধিক সাজাপ্রাপ্তকে মুক্তি দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরছেন বলে জানিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস।
দু’দশক আগে ঢাকায় আওয়ামি লিগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল।
এদিনই আওয়ামি লিগের প্রবীণ নেত্রী এবং প্রাক্তন সাংসদ সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে। গত জুলাইয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলার সময় ঢাকার পল্লবী এলাকায় আকরাম খান রাব্বি নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে খাতুনকে।
এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আওয়ামি লিগ সরকারের আর্থিক বেনিয়ম সংক্রান্ত শ্বেতপত্র তৈরি হয়েছে। তিনি জানান, ড: দেবপ্রিয় ভট্টাচার্যের নেতেত্বাধীন কমিশন রিপোর্ট দাখিল করেছে। লুটের মাত্রা দেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বিস্মিত।
বিভিন্ন অংশ বলছে যে ইউনুস দায়িত্ব নেওয়ার পর একশো দিনের মধ্যে ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ৫ আগস্ট বিক্ষোভের জেরে ভারতে চলে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অন্তর্বর্তী সরকারের তরফে নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে কোনও ঘোষণা শোনা যাচ্ছে না।
Bangladesh Arrest
গ্রেপ্তার আওয়ামি লিগের মহিলা নেত্রী, ‘অর্থনীতির শ্বেতপত্র’ ইউনুসের
×
Comments :0