Awaz's Protest

আওয়াজের প্রতিবাদ সভা সিউড়ি বাসস্ট্যান্ডে

জেলা

Awazs Protest ক্যপশন: বৃহস্পতিবার সিউড়ি বাসস্ট্যান্ড মোড়ে আওয়াজ এর প্রতিবাদ সভা। ছবি: রুহুল আমিন।

ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি ও তাঁর কর্মী সমর্থকদের উপর তৃণমূলের দূষ্কৃতীদের হামলার প্রতিবাদে ও দূষ্কৃতীদের গ্রেপ্তার এবং বিধায়ক নৌসাদ সিদ্দিকির সহ তাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার আওয়াজ বীরভূম জেলা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভা হয় সিউড়ি বাসস্ট্যান্ড মোড়ে।


এদিন আওয়াজ এর পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবসে সংবিধান, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার রক্ষার শপথ নেওয়া হয়। সেখানে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সম্পাদক বজলে রহমান, কমল দত্ত, সূর্যপ্রসাদ রজক, মাধব দে ও হুমায়ূন কবির প্রমুখ। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কি অপরাধ ছিল বিধায়ক নৌসাদ সিদ্দিকি'র? তিনি নিজের দল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ধর্মতলায় একটি সভা ডেকেছিলেন। সেই সভায় আসার সময় তৃণমূলের গুন্ডা বাহিনী তার দলের কর্মীদের উপর আক্রমন করে। পরে এর প্রতিবাদে ধর্মতলায় রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠি পেটা করে বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ দলের ১৯ জনকে গ্রেপ্তার করে। এই ভাবে তৃণমূল সরকার বিরোধীদের গনতান্ত্রিক আন্দোলনকে টুঁটি চিপে হত্যা করছে। এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ এক হয়ে তীব্র আন্দোলনে নামুন। সভা পরিচালনা করেন, অমরেন্দ্রনাথ দত্ত।

Comments :0

Login to leave a comment