India vs Sri Lanka

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা ভারতের

খেলা

আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের  ওয়ান ডে সিরিজ়।  তার আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কা সফরের টি-২০ এবং ৫০ ওভারের সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। শ্রীলঙ্কা সিরিজে টি২০-র নতুন নেতা হিসেবে ঘোষণা করা হল সূর্যকুমার যাদবের নাম। সহ অধিনায়ক শুভমন গিল। ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়কের দায়িত্বে দেখা যাবে শুভমন গিলকে। ২৭ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে পাল্লেকেলেতে। শ্রীলঙ্কা সফরে ভারত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এবং একই সঙ্গে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এই সফর থেকেই কোচের মেয়াদ শুরু করবেন গৌতম গম্ভীর।  
টি-২০ সিরিজের ভারতীয় দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, খলিল আহমেদ ও মহম্মদ সিরাজ।
ওয়ানডে সিরিজের ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।

Comments :0

Login to leave a comment